দুবাই, 10 অক্টোবর : 22 গজে বিশাল উত্তেজনার মুহূর্তেও একজনের মাথা থাকে কুল ৷ চোখে মুখে ফুটে ওঠে না দুশ্চিন্তার ছায়া ৷ আর অন্যজন পুরোপুরি উলটো ৷ আগ্রাসী মনোভাবের ৷ ক্যাপ্টেন হট তকমাটা সেই কারণেই পাওয়া ৷ প্রথমজন মহেন্দ্র সিং ধোনি ও দ্বিতীয়জন বিরাট কোহলি ৷ শনিবাসরীয় IPL-এ আজ মুখোমুখি এই দুই ভিন্ন মেরুর দুই অধিনায়ক ৷
পরিসংখ্যান বলছে, IPL-এ বরাবরই আগ্রাসী কোহলিকে টেক্কা দিয়ে গেছে ধোনির ঠান্ডা মাথার নেতৃত্ব ৷ তারজন্যই ধোনির নেতৃত্বে তিন তিনবার ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস ৷ অন্যদিকে জয় তো দূরের কথা ফাইনালে পা রাখার সৌভাগ্যই হয়নি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ৷ কিন্তু এবারের পরিস্থিতি একটু আলাদা ৷ দেখতে গেলে অনেকটাই আলাদা ৷ এবার পাঁচটি ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে RCB ৷ পয়েন্ট সংখ্যা 6 ৷ অন্যবারের তুলনায় দুরন্ত দেখাচ্ছে কোহলির টিমকে ৷ অন্যদিকে ছয়টি ম্যাচ খেলে চেন্নাইয়ের পয়েন্ট মাত্র চার ৷ ব্যাটিং, বোলিং সব বিভাগেই সেই দুর্ধর্ষ চেন্নাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ সবচেয়ে বেশি চর্চায় রয়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷ আগের মতো ব্যাটে ধার নেই ৷ ফিনিশারের ভূমিকা পালন করতে পারছেন না ৷