দিল্লি, 20 জানুয়ারি : সুরেশ রায়নাকে রেখে দিল চেন্নাই সুপার কিংস ৷ আইপিএলের 14 তম এডিশনের আগে মিনি অকশনে রায়নাকে দলে রাখার সিদ্ধান্ত নিয়েছে চেন্নাইয়ের ফ্য়াঞ্চাইজ়ি ৷ তবে, কেদার যাদব, পীযূষ চাওলা এবং মুরলী বিজয়দের ভবিষ্য়ৎ এখনও ঝুলে রয়েছে ৷ পাশাপাশি বিদেশি ক্রিকেটার হিসেবে ডোয়েন ব্রাভো এবং ফাফ ডু প্লেসিকে চেন্নাই দলে রাখা হয়েছে ৷ হরভজন সিংকে চেন্নাই সুপার কিংগসের দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷
চেন্নাই সুপার কিংগসের তরফে জানানো হয়েছে, বুধবার বিসিসিআইয়ের কাছে চেন্নাই দলের ফাইনাল তালিকা জমা দেওয়ার আগে ম্য়ানেজ়মেন্ট কেদার যাদব ও মুরলী বিজয়দের নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ৷ সেখানে বলা হয়েছে, ‘‘রায়না অবশ্য়ই সিএসকে পরিবারের সদস্য় হিসেবে থাকবেন ৷ তিনি যে চেন্নাই দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য় তাতে কোনও প্রশ্ন বা সন্দেহ থাকার কথা নয় ৷ আমির শাহী থেকে দেশে ফিরে আসার সিদ্ধান্ত ছিল পারিবারিক সমস্যার কারণে ৷ তবে, ম্য়ানেজ়মেন্ট এটা স্পষ্ট করে দিয়েছে, যে দলে তাঁর স্থানকে যেন সম্মান দেওয়া হয় ৷’’