পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

পরপর পাঁচ ছক্কা, চেন্নাইয়ের অনুশীলনে পুরানো মেজাজে ধোনি - পুরনো মেজাজে ধোনি

পরপর পাঁচ বলে পাঁচ ছক্কা ৷ চিপকের মাঠে পুরনো মেজাজে ধরা দিলেন মহেন্দ্র সিং ধোনি ৷

dhoni
ধোনি

By

Published : Mar 6, 2020, 11:09 PM IST

চেন্নাই, 6 মার্চ : চিপকের মাঠে পুরানো মেজাজে ধরা দিলেন মহেন্দ্র সিং ধোনি ৷ চেন্নাই সুপার কিংসের অনুশীলন পরপর পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকালেন ক্যাপ্টেন কুল ৷ দীর্ঘদিন বাদে ধোনিকে বল বাউন্ডারির পাঠাতে দেখে উচ্ছ্বসিত ক্রিকেট প্রেমীরা ৷

জাতীয় দল থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে জমিয়ে ছুটি কাটিয়েছেন ৷ নতুন বছরে এখনও পর্যন্ত জাতীয় দলের জার্সি চাপাননি তিনি ৷ তবে IPL-এর প্রস্তুতি শুরু করেছেন জোরকদমে ৷ 2 মার্চ থেকে চিপকের নেটে ঘাম ঝরাচ্ছেন চেন্নাইবাসীর প্রিয় 'থালা' ৷ লক্ষ্য CSK-কে চতুর্থবার IPL চ্যাম্পিয়ন করা ৷

22 গজে তিনি যে ফিরছেন IPL-এর বাকি দলগুলিকে আজ বুঝিয়ে দিলেন ধোনি ৷ শুক্রবার স্টার স্পোর্টস ধোনির অনুশীলনের ভিডিয়ো টুইট করে ৷ সেখানে পরপর পাঁচ বলে পাঁচটি ছক্কা হাঁকাতে দেখা যাচ্ছে ধোনিকে ৷ ব্যাট হাতে প্রাক্তন ভারত অধিনায়কের এই পুরনো মেজাজ দেখে উচ্ছসিত মাহি অনুরাগীরা ৷ 29 মার্চ ওয়াংখেড়েতে প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে CSK ৷ তার আগে অনুশীলনে রোহিত শর্মার দলকে বার্তা দিয়ে রাখলেন ধোনি ৷

2020 টি-20 বিশ্বকাপে ধোনি খেলবেন কি না তা IPL-এর পরই বোঝা যাবে ৷ 2020 ক্রোড়পতি লিগে মাহির পারফরম্যান্সের উপর নির্ভর করছে ৷

ABOUT THE AUTHOR

...view details