দুবাই, 25 অক্টোবর : সম্মানের লড়াইয়ে রয়্য়াল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে 8 উইকেটে হারাল চেন্নাই সুপার কিংস ৷ এ নিয়ে 26 ম্য়াচে 17 বার ব্যাঙ্গালোরকে হারাল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই ৷ রবিবার টস জিতে প্রথমে ব্য়াটিং করে চেন্নাইকে 146 রানের লক্ষ্য়মাত্রা ঠিক করে দেয় বিরাট কোহলির রয়্য়াল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ জবাবে ব্য়াট করতে নেমে শুরু থেকে চাপ বাড়াতে শুরু করেন চেন্নাইয়ের ওপেনাররা ৷ যার জেরে আট বল বাকি থাকতে ছক্কা হাঁকিয়ে ম্য়াচ শেষ করেন ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ৷
রবিবার IPL-র ডবল হেডারের প্রথম ম্য়াচে দুবাই ইন্টারন্য়াশনাল স্টেডিয়ামে টস জিতে ব্য়াটিং করার সিদ্ধান্ত নেন RCB অধিনায়ক বিরাট কোহলি ৷ ব্য়াট হাতে শুরুটা ভালোই করেছিলেন ব্যাঙ্গালোরের দুই ওপেনার দেবদত্ত পডিক্কল এবং অ্য়ারন ফিঞ্চ ৷ তবে, চতুর্থ ওভারের পঞ্চম বলে স্য়াম কুরানের বলে আক্রমণাত্মক শট খেলতে গিয়ে রুতুরাজ গায়কোয়াড়ের হাতে ক্য়াচ তুলে দেন ফিঞ্চ ৷ 11 বলে মাত্র 15 রান করে প্য়াভিলিয়নে ফেরেন তিনি ৷ এরপর পাওয়ার প্লে শেষ হতেই সপ্তম ওভারের প্রথম বলেই আউট হন আরেক ওপেনার দেবদত্ত পডিক্কল (21 বলে 22 রান) ৷ দুই ওপেনার ফিরে যেতেই ব্যাঙ্গালোরের ব্য়াটিংয়ের হাল ধরেন দলের সবচেয়ে অভিজ্ঞ দুই ব্য়াটসম্য়ান অধিনায়ক বিরাট কোহলি এবং এবি ডিভিলিয়ার্স ৷ দু’জনে মিলে চেন্নাই ব্য়াটিংয়ের উপর দাপট দেখাতে শুরু করেন ৷ খুচরো রানে চেন্নাইয়ের ফিল্ডিংকে কার্যত নাস্তানাবুদ করে দেন এই দুই মাস্টার ক্লাস ব্য়াটসম্য়ান ৷ তবে, দীপক চাহারের বল লং অন দিয়ে বাউন্ডারির বাইরে পাঠাতে গিয়ে ডু’প্লেসির হাতে বল জমা করে দেন এবি ( 36 বলে 39 রান) ৷ এরপরই শুরু হয়ে ব্যাঙ্গালুরুর ব্য়াটিং বিপর্যয় ৷ মাত্র 2 বলে খেলে 1 রান করে আউট হন পরিবর্ত হিসেবে দলে আসা মইন আলি ৷ ব্যাঙ্গালোরের ব্য়াটিংয়ের কফিনে শেষ পেরেকটি পোঁতেন স্য়াম কুরান ৷ ব্যাঙ্গালোরের অধিনায় বিরাট কোহলি আক্রমণাত্মক শট খেলতে গিয়ে ক্য়াচ আউট হন ৷ আর ঘুরে দাঁড়াতে পারেনি গো-গ্রিন অভিযানে সবুজ জার্সিতে খেলতে নামা RCB ।