পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ফিরলেন দেশে, এবারের IPL রায়না-হীন - 2020 আইপিএল থেকে ছিটকে গেলেন সুরেশ রায়না

ইতিমধ্যেই আরব আমিরশাহি থেকে দেশে ফিরেছেন সুরেশ রায়না ৷

ব্যক্তিগত কারণে দেশে ফিরলেন রায়না, খেলবেন না IPL-এ
ব্যক্তিগত কারণে দেশে ফিরলেন রায়না, খেলবেন না IPL-এ

By

Published : Aug 29, 2020, 12:11 PM IST

Updated : Aug 29, 2020, 1:27 PM IST

আবু ধাবি, 29 অগাস্ট : একদিন আগেই একজন ক্রিকেটার সহ 12 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ এবার ফের খারাপ খবর চেন্নাই সুপার কিংস শিবিরে ৷ ব্যক্তিগত কারণে আমিরশাহিতে 2020 IPL-এ খেলবেন না CSK-এর তারকা অলরাউন্ডার সুরেশ রায়না ৷ ইতিমধ্যেই দেশে ফিরে এসেছেন তিনি ৷ এই বিষয়ে CSK CEO কেএস বিশ্বনাথন বলেছেন, "ব্যক্তিগত কারণে দেশে ফিরে এসেছেন সুরেশ রায়না ৷ এবারের IPL-এ তাঁকে পাওয়া যাবে না ৷ এই পরিস্থিতিতে সুরেশের পরিবারকে সম্পূর্ণভাবে সাহায্য করবে চেন্নাই সুপার কিংস ৷ "

33 বছরের রায়না সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ৷ আরব আমিরশাহি যাওয়ার আগে CSK-এর প্রি ডিপার্চার ক্যাম্পে যোগ দেওয়ার দিন দুয়েকের মধ্যে ক্রিকেট জগতকে স্তব্ধ করে দিয়ে অবসর ঘোষণা করেন মহেন্দ্র সিং ধোনি ৷ প্রাক্তন অধিনায়কের এই সিদ্ধান্তের আধঘণ্টার মধ্যে রায়নাও অবসর ঘোষণা করে দেন ৷ তারপর 21 অগাস্ট গোটা টিমের সঙ্গে আমিরশাহি উড়ে যান ৷ ভারতীয় দলের জার্সি গায়ে তাঁদের আর দেখা যাবে না ৷ তাই সদ্য প্রাক্তন হওয়া এই দুই ক্রিকেটারকে IPL-এ খেলতে দেখার জন্য মুখিয়ে ছিল ক্রিকেট অনুরাগীরা ৷ যদিও এই মরশুমে অনুরাগীদের সেই ইচ্ছে আর পূরণ হচ্ছে না ৷ ব্যক্তিগত কারণে দেশে ফিরে এসেছেন রায়না ৷

ফলে 19 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা ক্রোড়পতি লিগে এই তারকা ক্রিকেটারকে পাচ্ছে না CSK ৷ একে কোরোনার ধাক্কা তার উপর রায়না ছিটকে যাওয়ায় ঘরে-বাইরে কোণঠাসা তিনবারের চ্যাম্পিয়নরা ৷ রায়না হলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রহকারী ৷ পাশাপাশি IPL-এর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী তিনি ৷ প্রথম স্থানে থাকা বিরাট কোহলির (5412) পিছনেই রয়েছেন রায়না (5368) ৷ এছাড়া টুর্নামেন্টে সর্বোচ্চ 102টি ক্যাচ নেওয়ার নজিরও রয়েছে রায়নার ঝুলিতে ৷

Last Updated : Aug 29, 2020, 1:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details