দিল্লি, 7 ফেব্রুয়ারি : উত্তরাখণ্ডের বিপর্যয়ে চিন্তায় দেশের ক্রিকেট মহল ৷ চেন্নাইয়ে টেস্ট খেলায় ব্যস্ত ঋষভ পন্থ থেকে প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ, হরভজন সিংরা দুশ্চিন্তা প্রকাশ করেছেন ৷ সবার একটাই কামনা, উদ্ধারকাজ যেন সফল হয় ৷
ভয়াবহ হিমবাহ ধসে লন্ডভন্ড উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকা ৷ রবিবার সকালে আচমকা ভেঙে পড়ে নন্দা দেবী হিমবাহ । ফলে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে ৷ কয়েকজনের মৃত্যু হয়েছে ৷ মৃতের সংখ্যা একশো থেকে দেড়শো পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ এই অবস্থায় রাজ্যটির মঙ্গল কামনায় টুইট করেছেন বর্তমান থেকে প্রাক্তন ক্রিকেটাররা ৷ চেন্নাইয়ে আজ ইংল্যান্ডের বিরুদ্ধে অল্পের জন্য শতরান হাতছাড়া করেন ঋষভ পন্থ ৷ মাঠ থেকে বেরিয়ে উত্তরাখণ্ড নিয়ে টুইট করেন দিল্লির উইকেটকিপার ব্যাটসম্যান ৷ লেখেন, "উত্তরাখণ্ডের বিপর্যয়ে যারা ক্ষতিগ্রস্ত তাদের প্রতি আমার সমবেদনা রয়েছে ৷ আশা করছি উদ্ধারকাজ সফল হোক ৷"