পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বিশ্বকাপ ফাইনালে ৬ রান দিয়ে ভুল করেছেন, স্বীকার করেও অনুতপ্ত নন ধর্মসেনা

নিউজ়িল্যান্ডের হারের পরই ওভার থ্রো নিয়ে অনেক আলোচনা হয়েছে । ওভার থ্রো-তে ইংল্যন্ডকে ছ'রান দেওয়া ভুল হয়েছিল বলে এবার স্বীকার করলেন কুমার ধর্মসেনা ।

ধর্মসেনা

By

Published : Jul 21, 2019, 6:57 PM IST

Updated : Jul 21, 2019, 8:10 PM IST

লন্ডন, 21 জুলাই : কেন উইলিয়ামসন ও নিউজ়িল্যান্ড দল মুহূর্তটা কোনওদিন ভুলতে পারবে না । মার্টিন গাপ্টিলের থ্রো স্টাম্পের দিকে যাচ্ছিল । সেই সময় রান আউট থেকে বাঁচতে ঝাঁপান বেন স্টোকস । আর গাপ্টিলের থ্রো স্টোকসের ব্যাটে লেগে চলে যায় বাউন্ডারিতে । মোট 6 রান পায় ইংল্যান্ড । সেই সুবাদে সুপার ওভারে গড়ায় ম্যাচটা । সুপার ওভারেও ম্যাচ টাই হলে বাউন্ডারির সংখ্যার নিরিখে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড । কিন্তু, ইংল্যান্ডকে 6 রান দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল বলে শেষপর্যন্ত স্বীকার করলেন আম্পায়ার কুমার ধর্মসেনা ৷

নিউজ়িল্যান্ডের হারের পরই সেই ওভার থ্রো নিয়ে অনেক আলোচনা হয়েছে । হয়েছে বিতর্কও ৷ তাতে যোগ দিয়েছিলেন প্রাক্তন বিশ্বসেরা অস্ট্রেলিয়ান আম্পায়ার সাইমন টাফলও ৷ বলেছিলেন, ওভার থ্রোর ফলে ইংল্যান্ড সেদিন 6 রান পেয়েছে কিন্তু আইনানুযায়ী 5 রান পাওয়া উচিত ছিল । আর তাঁর ভুল হয়েছিল বলে এবার স্বীকার করলেন কুমার ধর্মসেনা ।

নিয়মানুযায়ী ব্যাটসম্যান স্ট্রোক নেওয়ার পর থেকেই ওভার থ্রোর রান হিসেব করা হয় । যেহেতু গাপ্টিলের থ্রো করার মুহূর্তেও দুই ব্যাটসম্যান একে অপরকে ক্রস করেননি, ফলে ইংল্যান্ডের রান তখনও 1 ছিল । ফলে ওভার থ্রোয়ে আসা 4 রানের সঙ্গে ইংল্যান্ডের সংগ্রহে 5 যোগ হওয়ার কথা । কিন্তু মাঠে থাকা ধর্মসেনা সেদিক বিবেচনা না করেই 6 রান দেন ইংল্যান্ডকে । সম্প্রতি সেই মুহূর্ত নিয়ে কথা বলতে গিয়ে নিজের ভুল স্বীকার করেছেন ধর্মসেনা । বলেন, "আমি যখন TV-তে রিপ্লে দেখি তখন নিজেই বুঝতে পারি আমার বিচারে ভুল ছিল । কিন্তু মাঠে আমাদের কাছে TV দেখার সুযোগ ছিল না । যে সিদ্ধান্ত নিয়েছি সেটা নিয়ে আমার কোনও আফশোস নেই ।"

ধর্মসেনা অবশ্য বলেন, সিদ্ধান্তটা তিনি একা নেননি । মাঠের অন্য আম্পায়ার ও দায়িত্বপ্রাপ্ত অন্য দুই আম্পায়ারের সঙ্গে কথা বলেই নাকি তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন । তাঁর বক্তব্য, "আমি লেগ আম্পায়ারের (ইরাসমাস) সঙ্গে কথা বলি । TV আম্পায়ার ও ম্যাচ রেফারিও শুনেছেন সেটা । যদিও তারাও TV রিপ্লে দেখতে পারছিলেন না ৷ তাঁরা সবাই বলেছিলেন ব্যাটসম্যানরা দ্বিতীয় রানটি সম্পূর্ণ করেছেন । এরপরই আমি সেই সিদ্ধান্ত নিয়েছিলাম ।"

Last Updated : Jul 21, 2019, 8:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details