জোহানেসবার্গ, 25 জুলাই : ক্রিকেটে বর্ণ বৈষম্য রুখতে নতুন পরকল্পনা ঘোষণা করল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ৷ প্রোটিয়াজ় বোলার লুঙ্গি এনগিডি বিশ্বব্যাপি চলা ব্ল্যাক লাইভস ম্যাটার মুভমেন্টকে সমর্থন করেছেন ৷ তারপরই ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এই নতুন পরিকল্পনার ঘোষণা করে ৷
ব্ল্যাক লাইভ ম্যাটারকে এনগিডি সমর্থন করার পরই 30 জন প্রাক্তন ক্রিকেটার বর্ণ বৈষম্য নিয়ে মুখ খুলেছেন ৷ তাদের মধ্যে অন্যতম মাখায়া এনতিনি নিজের খেলোয়াড়ি জীবনে বর্ণ বৈষম্যের স্বীকার হয়েছেন বলে অভিযোগ করেন ৷
দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা ব্যাটসম্যান হাসিম আমলা এনগিডিকে সমর্থন করেছেন ৷ ‘‘ ক্রিকেট অনুরাগীদের কথা, বৃহত্তর দক্ষিণ আফ্রিকার জনগণ এবং বিস্তৃত স্টেকহোল্ডার গ্রুপ উপেক্ষা করা যায় না ৷’’ একটি বিবৃতি দিয়ে একথা জানায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ৷ একটি প্রজেক্টের সূচনা করা হয় ৷ নাম দেওয়া হয়েছে ‘‘ ক্রিকেট ফর সোশাল জাস্টিস এন্ড নেশন বিল্ডিং ৷’’