সাউদাম্পটন, 8 জুলাই : কোরোনা পরবর্তী সময়ে তিন মাস 26 দিন পর ফিরছে ক্রিকেট ৷ সাউদাম্পটনের এজেস বোলে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ় টেস্ট ম্যাচ দিয়ে শুরু হল তিন ম্যাচের টেস্ট সিরিজ় ৷ খেলা হচ্ছে দর্শক শূন্য স্টেডিয়ামে৷ কোরোনা মহামারির কবলে পড়ে বিশ্বজুড়ে স্থগিত বা বাতিল হয়ে গিয়েছিল সমস্ত স্পোর্টস ইভেন্ট ৷ শেষ বার ওয়ানডে ম্যাচে সিডনি ক্রিকেট মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও নিউজ়িল্যান্ড ৷
ক্রিকেট মাঠে ফিরলেও এখনই আর আগের মতো শোনা যাবে না দর্শকের কোলাহল ৷ এছাড়া ক্রিকট নিয়মেও বেশ কিছু পরিবর্তনও হতে চলেছে ৷ কোরোনার বিরুদ্ধে লড়াই করার জন্য সমস্ত রকমের নিরাপত্তা ব্যবস্থা মেনেই খেলা শুরু হয়েছে ৷ তিন ম্যাচের টেস্ট সিরিজ় খেলার জন্য প্রায় এক মাস আগেই ইংল্যান্ড পৌঁছায় ক্যারিবিয়ানরা ৷ সেখানে 14 দিনের কোয়ারানটিনে থাকতে হয় গোটা দলকে ৷ তারপর প্রত্যেকের সোওয়াব টেস্টের পরই খেলা শুরুর অনুমতি দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ৷
দর্শকশূন্য স্টেডিয়াম
বলা হয় মাঠে খেলে 11 জন খেলোয়াড় ৷ আর দ্বাদশ ব্যক্তি হিসেবে ধরা হয় মাঠের দর্শকদের ৷ নিজেদের দলের হয়ে গলা ফাটিয়ে ক্রিকেটার দের উদ্বুদ্ধ করে তারা ৷ মাঠে মেক্সিকান ওয়েভ এনে বিপক্ষ দলের ক্রিকেটারদের মানসিকভাবে দুর্বল করার জন্য মাঠে দর্শকদের জুড়ি মেলা ভার ৷ কিন্তু কোরোনা পরবর্তী ক্রিকেটে এখনই মাঠে দেখা যাবে না দর্শকদের ৷ প্রতিটা উইকেটে অথবা বাউন্ডারিতের শোনা যাবেনা সেই পরিচিত কোলাহল ৷ কারণ এখন খেলা হবে সম্পূর্ণ দর্শক শূন্য স্টেডিয়ামে ৷
লালার ও ঘামের ব্যবহার নিষিদ্ধ
ব্যাটসম্যানদের বিভ্রান্তিতে ফেলতে বোলারদের অন্যতম হাতিয়ার সুইং ৷ পুরানো বলে সুইংয়ের জন্য বল মসৃণ করার দরকার পরে ৷ সেই সময় লালা বা ঘাম ব্যবহার করেন ক্রিকেটাররা ৷ কিন্তু কোরোনা সংক্রমণ রুখতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বলে লালার ব্যবহার নিষিদ্ধ করেছে ৷ ফলে সমস্যায় পড়তে পারেন পেসাররা ৷
COVID -19 পরিবর্ত