মুম্বই, 27 মার্চ : করোনা আক্রান্ত সচিন তেন্ডুলকর ৷ আর এই খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ ও উৎকন্ঠা সচিন ভক্তদের মনে ৷ সোশ্যাল মিডিয়ায় মাস্টার ব্লাস্টারের দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁরা ৷ কিংবদন্তি ক্রিকেটারের দ্রুত আরোগ্য কামনা করেছেন এক সময়ের তাঁর সতীর্থতরাও ৷
করোনা আক্রান্ত হওয়ার কথা আজ সকালে নিজেই জানান সচিন ৷ টুইট করে তাঁর কোয়ারান্টিনে থাকার কথা বলেন তিনি ৷ চিকিৎসকদেরও ধন্যবাদ জানান মাস্টার ব্লাস্টার ৷ তবে পরিবারে একমাত্র তিনিই আক্রান্ত হয়েছেন, সেটা জানাতেও ভোলেননি সচিন ৷
ভারতের প্রাক্তন অধিনায়কের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পরই, টুইটে তাঁর আরোগ্য কামনা করেন ইরফান পাঠান ৷ সম্প্রতি, ওয়ার্ল্ড রোড সেফটি সিরিজে সচিনের অধিনায়কত্বে খেলেছেন ইরফান ৷ সচিনের টুইটেই কমেন্ট করেন তিনি ৷ লেখেন, ‘‘ গেট ওয়েল সুন পাজি ৷ ’’ সচিনের আরোগ্য কামনা করেছেন প্রাক্তন ভারতীয় পেসার মুনাফ প্যাটেলও , স্পিনার প্রজ্ঞান ওঝা, ও যুজবেন্দ্র চহালও ৷
এছাড়াও মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসও সচিনের আরোগ্য কামনা করেছে ৷ তবে শুধু ক্রীড়াজগৎ নয়, সচিনের আরোগ্য কামনা করেছেন অভিষেক বচ্চনও ৷