মেলবোর্ন, 29 ডিসেম্বর : দায়িত্বটা যে যোগ্য মানুষের হাতে তুলে গিয়েছিলেন তা জানতেন । মেলবোর্নের মাঠে বক্সিং ডে টেস্টে ভারতের দুর্দান্ত জয়ের পর সেই বিশ্বাসটা আরও পোক্ত হল অধিনায়ক বিরাট কোহলির । মেলবোর্ন টেস্টে জয়ের ক্ষেত্রে দলের প্রতিটি সদস্যের অবদান রয়েছে । কিন্তু জয়ের নেপথ্যে স্ট্যান্ড ইন অধিনায়কের অজিঙ্ক রাহানে ঠান্ডা মাথার বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সি রয়েছে সবচেয়ে বেশি চর্চায় । আজ 8 উইকেটে ভারতের জয় নিশ্চিত হতেই টুইটারে দলের উদ্দেশে অভিনন্দন বার্তা পাঠালেন কোহলি । আলাদা করে লিখলেন রাহানের কথা ।
মেলবোর্নে দুর্দান্ত কামব্যাক ভারতের, রাহানের প্রশংসায় কোহলি - Boxing day test
বর্ডার - গাভাসকর সিরিজে ভারতের দুর্দান্ত কামব্যকের পিছনে রাহানের নেতৃত্ব দেখছেন বিরাট ।
অ্যাডিলেডে লজ্জার হারের ঘা-টা এখনও দগদগে । তারপর দেশে ফিরে গিয়েছেন দলের অন্যতম অস্ত্র বিরাট কোহলি । দলে অনুপস্থিত দুই স্ট্রাইক বোলার ইশান্ত শর্মা ও মহম্মদ শামি । চোট পেয়েছেন উমেশ যাদব । অন্যদিকে দলে শুভমন গিল, মহম্মদ সিরাজের মত নতুন মুখ । ফলে রাহানের কাজটা সহজ ছিল না মোটেও । ব্যাট হাতে টেস্ট দলের নির্ভরযোগ্য সদস্য ছিলেন । এবার দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক হিসেবেও সমালোচকদের প্রশংসা কুড়িয়ে নিলেন ।
দুই ইনিংসে রাহানের অবদান 112 ও 27 (অপরাজিত) । ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা গিয়েছে তাঁরই ঝুলিতে । মেলবোর্নের সেই নায়কের উদ্দেশে বিরাট লিখেছেন, "অবিস্মরণীয় জয় । এর পিছনে গোটা দলের অবদান রয়েছে । তবে আলাদা করে জিংকসের কথা বলব । ওর নেতৃত্বেই এই জয় । দলের জন্য ভীষণ খুশি ।"