পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

BCCI জেনারাল ম্যানেজার পদে ইস্তফা সাবা করিমের - বোর্ড অফ ক্রিকেট কাউন্সিল অফ ইন্ডিয়া

সাবা করিমের ইস্তফা নিয়ে মুখ খুলতে চাননি কোনও BCCI কর্তা ৷ এখনও পর্যন্ত এটাও জানা যায়নি সাবা করিমের পরিবর্তে জেনারেল ম্যানেজারের পদে কে আসতে চলেছেন ৷ ঘরোয়া ক্রিকেটের সূচি ও ক্রিকেট অপারেশেনর দায়ত্বে ছিলেন করিম ৷

image
Saba Karim

By

Published : Jul 19, 2020, 8:05 PM IST

মুম্বই, 19 জুলাই : বোর্ড অফ ক্রিকেট কাউন্সিল অফ ইন্ডিয়ার জেনারেল ম্যানেজারের পদে ইস্তফা দিলেন সাবা করিম ৷ BCCI এর এক আধিকারিক বিষয়টি নিশ্চিত করেছেন ৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে করিমের সম্পর্কের টানাপোড়েন চলছে কয়েকদিন ধরেই ৷ সাবা করিমও জেনারেল ম্যানেজারের পদে কাজ চালিয়ে যেতে চাইছিলেন না ৷

BCCI এর প্রাক্তন CEO রাহুল জোহরির তত্বাবধানে 2017 সালের ডিসেম্বরে সাবা করিম জেনারেল ম্যানেজারের পদে যোগ দেন ৷ সপ্তাহখানেক আগেই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে মেইল করে বোর্ডের CEO পদে ইস্তফা দেন রাহুল জোহরি ৷

যদিও সাবা করিমের ইস্তফা নিয়ে মুখ খুলতে চাননি কোনও BCCI কর্তা ৷ এখনও পর্যন্ত এটাও জানা যায়নি সাবা করিমের পরিবর্তে জেনারেল ম্যানেজারের পদে কে আসতে চলেছেন ৷ ঘরোয়া ক্রিকেটের সূচি ও ক্রিকেট অপারেশেনর দায়ত্বে ছিলেন করিম ৷ কিন্তু কোরোনা প্যান্ডেমিকের কারণে চলতি বছরের ক্রিকেট সূচিতে সমস্যা হয়েছে ৷ চলতি বছরের ডিসেম্বরে ফের ঘরোয়া ক্রিকেট শুরু করতে আগ্রহী BCCI ৷

17 জুলাই বোর্ডের এ্যাপেক্স কমিটির বৈঠকে ডিসেম্বর পর্যন্ত ঘরোয়া ক্রিকেট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ রনজি ট্রফি ও অনান্য ঘরোয়া টুর্নামেন্ট ডিসেম্বর থেকেই শুরু করা হবে ৷ এছাড়া দিলীপ ট্রফি, দেওধর ট্রফি ও চ্যালেঞ্জার ট্রফি বাতিল করা হয়েছে ৷ আন্তর্জাতিক ক্রিকেটে ইতিমধ্যে ইংল্যান্ড সিরিজ় বাতিল হয়েছে ৷ বিরাট কোহলি এন্ড কোম্পানি এই বছরের শেষে ফের আন্তর্জাতিক সার্কিটে ফিরতে চলেছেন বলে খবর ৷

ABOUT THE AUTHOR

...view details