দিল্লি, 22 এপ্রিল : আজ ‘ওয়ার্ল্ড আর্থ ডে’-পালনের সুবর্ণ জয়ন্তী ৷ সেই কথা মাথায় রেখেই ভারতীয় ব্যাটসম্যান শুভমন গিল সবার কাছে আবেদন করলেন পৃথিবী ও তার পরিবেশেক বাঁচাতে ৷
এদিন টুইট করে তিনি লেখেন,‘‘ চলুন আমরা এগিয়ে আসি এবং প্রতিজ্ঞা করি আমরা পৃথিবী ও প্রকৃতির সৌন্দর্যকে রক্ষা করব ৷ আমরা সবাই দায়িত্ব নিয়ে একটা সুন্দর পৃথিবী গড়ে তুলি ৷ ’’
এদিন সকালেই ভারতীয় টি-20 মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কাউর পৃথিবীকে রক্ষা করার কথা বলেন ৷ তিনি লেখেন,‘‘ আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং মাতৃসমা পৃথিবীকে রক্ষা করতে হবে ৷’’
পরিবেশকে রক্ষা ও গ্রহের সমস্ত প্রাণীর সমৃদ্ধির জন্য বিশ্বজুড়ে ওয়ার্ল্ড আর্থ ডে পালন করা হয় ৷ 1969 সালে UNESCO -র সভায় এই দিনটি প্রস্তাব দেওয়া হয় ৷ প্রথম পৃথিবী দিবস পালন করা হয় 1970 সালে ৷