লন্ডন, 25 এপ্রিল: কোরোনা ভাইরাসের মোকাবিলায় ত্রাণের জন্য অর্থের প্রয়োজন । তাই নিজের স্বাক্ষরিত টেস্ট জার্সি ও ব্যাট নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন । চলতি বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউনে খেলা শেষ টেস্টে এই জার্সিটি পরেছিলেন জিমি । ম্যাচে 7টি উইকেট ঝুলিতে পোরেন তিনি । আর প্রোটিয়াদের বিরুদ্ধে সেই ম্যাচ 189 রানে জিতেছিল ইংল্যান্ড ।
কোরোনা: সই করা টেস্ট জার্সি-ব্যাট নিলামে তুলবেন জিমি
গো ওয়েল ফান্ড নামক এক সংস্থার এই নিলামের ব্যবস্থা করেছে । সেই সংস্থার করা টুইট থেকে জানা গেছে, নিলামের প্রধান লক্ষ্য হল সাধারণ মানুষের হাতে সাহায্য পৌঁছে দেওয়া ।
গো ওয়েল ফান্ড নামক এক সংস্থার এই নিলামের ব্যবস্থা করেছে । সেই সংস্থার করা টুইট থেকে জানা গেছে, নিলামের প্রধান লক্ষ্য হল সাধারণ মানুষের হাতে সাহায্য পৌঁছে দেওয়া । পাশাপাশি COVID-19-এ আক্রান্তদেরও সাহায্য করছে এই সংস্থা । ওই সংস্থা ছাড়াও ইংরেজ পেসার নিজেও এই বিষয়ে টুইট করেন । তিনি লিখেছেন, "একটি অনলাইন সাইটের মাধ্যমে গো ওয়েল ফান্ডের জন্য আমরা নিলাম করছি । অকশনে আমার একটি জার্সি, স্টাম্প এবং টেলএন্ডার ব্যাট থাকবে ।" পরে আরও একটি টুইটে তিনি বলেন, "ওহ্ বলতে ভুলেই গিয়েছিলাম যে এগুলোতে আমার সই থাকবে ।"
এই কঠিন পরিস্থিতিতে গোটা বিশ্বজুড়েই ক্রিকেটাররা অর্থ সাহায্য করেছে । অ্যান্ডারসনের এই পদক্ষেপকে বাহবা জানাচ্ছে নেটিজেনরা ।