জামাইকা, 19 মার্চ : ভিভ রিচার্ডস, রিচি রিচার্ডসনদের মতো ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকারা আগেই ধন্যবাদ জানিয়েছিলেন ৷ এবার ধন্যবাদ এল ইউনিভার্সাল বসের তরফেও ৷ জামাইকায় ভ্যাকসিন পাঠানোয় ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা জানালেন ক্যারিবিয়ান ক্রিকেট তারকা ক্রিস গেইল ৷
'ভ্যাকসিন মৈত্রী' উদ্যোগের অংশ হিসেবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশগুলিতে করোনা টিকা পাঠিয়েছে ভারত ৷ ভ্যাকসিন পাঠানো হয়েছে ধাপে ধাপে ৷ মার্চে অ্যান্টিগা ও বার্বুডা 1 লাখ 75 হাজার করোনা ভ্যাকসিন পেয়েছে ৷ তার মধ্যে 40 হাজার ভ্যাকসিন ভারতের 'ভ্যাকসিন মৈত্রী' উদ্যোগের অংশ ৷ একই উদ্যোগে টিকা পেয়েছে জামাইকা, বার্বাডোজ, সেন্ট লুসিয়া এবং সেন্ট কিটস ৷ ক্যারবিয়ান দ্বীপপুঞ্জের দেশগুলিতে টিকা পাঠানোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন গেইল ৷