হায়দরাবাদ, 29 মার্চ : তিন নম্বরে ব্যাট করতে নেমে, অস্ট্রেলিয়ার মাটিতে ভারতকে তিনটি টেস্ট সিরিজ় জিতিয়েছেন ৷ 2018-19 অস্ট্রেলিয়া সফরে তিনি স্কিল ও মানসিকতার পরিচয় দিয়েছেন ৷ দুরন্ত অজ়ি বোলারদের বিরুদ্ধে তিনটি শতরান করেছিলেন চেতেশ্বর পূজারা ৷ এছাড়া 12 শো-র বেশি বল খেলেছিলেন ৷
দু’বছর পর, ব্যাট হাতে একই ম্যাজিক দেখিয়েছেন তিনি ৷ শেষ বারের মতো রান আসেনি ঠিকই, কিন্তু তিনি যেটা করে দেখিয়েছিলেন সেটা অবিস্মরণীয় ৷ জশ হেজ়েলউজ, মিচেল স্টার্ক ও প্যাট ক্যামিন্স সমৃিদ্ধ বিশ্বের অন্য়তম শক্তিশালী বোলিং লাইনের বিরুদ্ধে নির্বিকারভাবে দাঁড়িয়েছিলেন তিনি ৷
সেই পূজারা এবার আইপিএলের আসরে ৷ যদিও এর আগেও আইপিএলে খেলেছেন তিনি, তবে সেভাবে দাগ কাটতে পারেননি তিনি ৷ তবে এবার ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংসের জার্সি পরে খেলবেন তিনি ৷ শেষবার 2014 সালে আইপিএল খেলেছিলেন তিনি ৷
সৌরাষ্ট্রের সেই চেতেশ্বর পূজারা ইটিভি ভারতকে দিলেন একান্ত সাক্ষাৎকার ৷ উঠে এল নানা কথা ৷
প্রশ্ন. আপনি অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন, তরপর ইংল্য়ান্ডের বিরুদ্ধে খেলেছেন ৷ বায়ো সিকিয়র বাবলে পরিস্থিতি কতটা কঠিন ছিল ?
উঃ- প্যানডেমিকের আগের মতো এখন জীবনটা আর এত সহজ নয় ৷ এটা কঠিন, কিন্তু পেশাদার ক্রিকেটার হিসেবে তোমাকে মানসিকভাবে শক্তিশালী হতেই হবে ৷ এবং সবসময় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে হবে ৷ তোমাকে রাস্তা তৈরি করতে হবে এবং পারফর্ম করতে হবে ৷ এবং বাবল জীবনে মানিয়ে নিতে হবে ৷ তবে এটা বেশ কঠিন ৷
প্রশ্ন. এত বছর পর যখন আপনাকে নিলামে চেন্নাই সুপার কিংস কিনল, তখন চারিদিকে হাততালি পড়েছিল ৷ এটা আপনার জন্য কেমন অনুভূতি ছিল ?
উঃ- এটা আমার কাছে বিশাল ব্যাপার ৷ আইপিএলের অংশ হতে পেরে খুব আনন্দিত ৷ আমি সবসময় আইপিএলে খেলতে চেয়েছি ৷ এটা দুর্ভাগ্যের যে এতদিন আইপিএল খেলতে পারিনি ৷ কিন্তু আমি আইপিএল খেলার জন্য মুখিয়ে ছিলাম ৷ চেন্নাই সুপার কিংসের সদস্য় হতে পেরে আমি খুব খুশি ৷ আমাকে ভরসা করা ও তাঁদের দলের অংশ করার জন্য আমি সিএসকে কর্তৃপক্ষকে ধন্যবাদ দিতে চাই ৷
প্রশ্ন. টেস্ট থেকে টি-20, আপনি কীভাবে মানিয়ে নেবেন ? যেখানে ব্যাটসম্যানদের দ্রুত রান তুলতে হবে ৷
উঃ- আমি প্রচুর ঘরোয়া টি-20 লিগ খেলেছি ৷ তারমধ্যে সৈয়দ মুস্তাক আলি এবং সৌরাষ্ট্র প্রিমিয়ার লিগও আছে ৷ কাউন্টি ক্রিকেটে সাদা বলে খেলেছি ৷ এছাড়া ঘরোয়া ক্রিকেটও প্রচুর খেলেছি ৷ আমি জানি কীভাবে খেলতে হবে ৷ এছাড়া আমাদের দলে মাহি ভাইয়ের অভিজ্ঞতা আছে ৷ স্টিফেন ফ্লেমিংয়ের মতো কোচ আছে, মাইক হাসি আছেন ৷ আমি এদের থেকে ভাল পরামর্শ পাব ৷ সবদিক থেকে আমি আত্মবিশ্বাসী ৷ আমি প্রস্তুতিও শুরু করেছি ৷
প্রশ্ন. মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে ফের খেলবেন, এটা কেমন অনুভূতি ?