পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

চেতন চৌহানের শারীরিক অবস্থার অবনতি - সঞ্জয় গান্ধি PGI হাসপাতাল

কোরোনা ধরা পড়ার পর চৌহানকে লখনউয়ের সঞ্জয় গান্ধি PGI হাসপাতালে ভরতি করা হয় ৷ পরে তাঁকে গুরুগাঁওয়ের মেদান্তা হাসপাতালে স্থানন্তরিত করা হয় ৷

চেতন চৌহান
চেতন চৌহান

By

Published : Aug 15, 2020, 7:23 PM IST

দিল্লি, 15 অগাস্ট : ভারতের প্রাক্তন ক্রিকেটার ও দিল্লি এবং জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্টে চেতন চৌহানের শারীরিক অবস্থা সংকটজনক ৷ সংবাদ সংস্থা PTI সূত্রে খবর, বর্তমানে তিনি ভেন্টিলেটর সাপোর্টে আছেন ৷ জুলাই মাসে কোরোনায় আক্রান্ত হন চৌহান ৷ সেই থেকে সম্পূর্ণভাবে সুস্থ হতে পারেননি ৷ তাঁর কিডনিতেও ইনফেকশন ধরা পড়ে ৷ রক্তচাপের সমস্যাও রয়েছে ৷

কোরোনা পজ়িটিভ ধরা পড়ার পর চৌহানকে লখনউয়ের সঞ্জয় গান্ধি PGI হাসপাতালে ভরতি করা হয় ৷ পরে তাঁকে গুরুগাঁওয়ের মেদান্তা হাসপাতালে স্থানন্তরিত করা হয় ৷ শুক্রবার রাত থেকে তাঁর শারিরীক অবস্থা খারাপ হতে শুরু করে ৷ তাঁর পর তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয় ৷

সংবাদ সংস্থা PTI -কে দেওয়া এক সাক্ষাৎকারে DDCA-এর এক সিনিয়র আধিকরিক বলেন, ‘‘আজ সকালে চেতনজির কিডনি ফেলিয়র হয়েছে ৷ এবং তিনি মাল্টি অরগ্যান ফেলিওরের দিকে যাচ্ছেন ৷ বর্তমানে তিনি লাইফ সাপোর্টে আছেন ৷ আমরা সবাই পার্থনা করি যাতে তিনি এই যুদ্ধে জয়লাভ করতে পারেন ৷’’

ভারতের অস্ট্রেলিয়া সফরে জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব সামলেছেন চৌহান ৷ এছাড়া দিল্লি এবং জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি ও প্রধান নির্বাচকের ভূমিকাও পালন করেছেন ৷

উত্তরপ্রদেশের আমরোহা থেকে তিনি দুবার লোকসভার সাংসদ নির্বাচিত হয়েছেন ৷ একবার 1991 সালে ও দ্বিতীয় বার 1998 সালে ৷ 1981 সালে অর্জুন পুরস্কার পান তিনি ৷ 12 বছরের তাঁর ক্রিকেট কেরিয়ারে তিনি ভারতের হয়ে 40টি টেস্ট খেলেছেন ৷ করেছেন 2084 রান ৷ 16টি অর্ধশতরান আছে তাঁর ৷

ABOUT THE AUTHOR

...view details