পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আইপিএলের অংশ হতে চান, ইংল্যান্ডকে গুরুত্ব দিচ্ছেন পূজারা

চেতেশ্বর পূজারা, রাহুল দ্রাবিড়ের পর ভারতীয় টেস্ট দলে সঠিক ডিফেন্সিভ টেকনিক নিয়ে খেলা একমাত্র ব্যাটসম্যান ৷ আর সেই চেতেশ্বর পূজারাই এবার আইপিএলের অংশ হতে চাওয়ার আশা ব্য়ক্ত করেছেন ৷ এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মে দেওয়া সাক্ষাৎকারে তিনি তাঁর ইচ্ছাপ্রকাশ করেছেন ৷ একই সঙ্গে জানিয়েছেন সুযোগ পেলে অবশ্য়ই তিনি নিজেকে প্রমাণ করবেন ৷

Can't Take England Lightly, Want To Be Part Of IPL said by Cheteshwar Pujara
আইপিএলের অংশ হতে চান, ইংল্যান্ডকে হালকাভাবে নিচ্ছেন না তিনি, জানাচ্ছে পূজারা

By

Published : Jan 30, 2021, 10:14 PM IST

চেন্নাই, 30 জানুয়ারি : আইপিএলের অংশ হতে চান চেতেশ্বর পূজারা ৷ এর সর্বভারতীয় সংবাদ মাধ্য়মকে দেওয়া সাক্ষাৎকারে এমনই ইচ্ছাপ্রকাশ করেছেন ভারতীয় টেস্ট দলের নয়া ওয়াল ৷ ওই সংবাদ মাধ্য়মকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘অবশ্য় আমি আইপিএলের অংশ হতে চাই ৷ আমি আশাবাদী, যে সুযোগ পেলে নিজেে প্রমাণ করব ৷’’ একইসঙ্গে তিনি স্পষ্ট করে দিলেন, 5 ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হতে চলা টেস্ট সিরিজ়ে জো রুটদের হালকাভাবে নিচ্ছেন না তাঁরা ৷

চেতেশ্বর পূজারা, রাহুল দ্রাবিড়ের পর ভারতীয় টেস্ট দলে সঠিক ডিফেন্সিভ টেকনিক নিয়ে খেলা একমাত্র ব্যাটসম্যান ৷ আর সেই চেতেশ্বর পূজারাই এবার আইপিএলের অংশ হতে চাওয়ার আশা ব্য়ক্ত করেছেন ৷ এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মে দেওয়া সাক্ষাৎকারে তিনি তাঁর ইচ্ছাপ্রকাশ করেছেন ৷ একই সঙ্গে জানিয়েছেন সুযোগ পেলে অবশ্য়ই তিনি নিজেকে প্রমাণ করবেন ৷ এসবের বাইরে অবশ্য় টেস্ট প্লেয়ার পূজারা খুবই সিরিয়াস ৷ ঘরের মাঠে খেলা হলেও, ইংল্যান্ডকে হালকাভাবে নিতে নারাজ তিনি ৷ তাঁর কথায়, ‘‘ইংল্যান্ড সিরিজ়ের জন্য মুখিয়ে রয়েছি ৷ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোয়ালিফাই করাটা ৷ ছেলেরা সেই লক্ষ্য়েই রয়েছে ৷ তবে, ইংল্যান্ড আগেও ভারকে ভালো ক্রিকেট খেলেছে ৷ তারা শ্রীলঙ্কাতেও ভালো পারফর্মেন্স করেছে ৷ আমরা তাদের হালকাভাবে নিতে পারি না ৷’’

আরও পড়ুন : বায়ো বাবলে ঢোকার আগে কোভিড পরীক্ষার ফল নেগেটিভ বিরাটদের

পাশাপাশি অস্ট্রেলিয়া সফরে নিজের খেলা নিয়েও এদিন কথা বলতে শোনা গিয়েছে চেতেশ্বর পূজারাকে ৷ এ নিয়ে তিনি বলেন, ‘‘ক্রিকেট খেলার জন্য একটা ভালো দেশ ৷ অস্ট্রেলিয়া খুবভালো প্রতিদ্বন্দ্বী ৷ আমি মেলবোর্নে নেট সেশনে প্রথম চোট পাই ৷ তা সত্ত্বেও সিডনিতে সেই নিয়েই খেলেছি ৷ তবে, ব্রিসবেনে সেই আঙুলেই যখন চোট পাই সেটা সহ্য করতে পারিনি ৷’’

ABOUT THE AUTHOR

...view details