পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বাংলার ক্রিকেটের রোগ ধরতে সৌরভকে ডাকছে সিএবি - সৌরভ গঙ্গোপাধ্যায়

বাংলা ক্রিকেট দলের ব্যর্থতার ময়নাতদন্তে বৃহস্পতিবার বৈঠকে বসছে সিএবি ৷ সেই বৈঠকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হবে ৷ বাংলার ক্রিকেটের খোলনলচে বদলানোর রূপরেখা তৈরি হতে পারে এই বৈঠকে ৷

cab to invite sourav ganguly to join meeting
বাংলার ক্রিকেটের রোগ ধরতে সৌরভকে ডাকছে সিএবি

By

Published : Mar 10, 2021, 7:55 AM IST

কলকাতা, 10 মার্চ:চলতি মরসুমে বাংলার ক্রিকেট দল ব্যর্থতার অন্ধকারে । মুস্তাক আলি টি টোয়েন্টি টুর্নামেন্টের পরে বিজয় হাজারে ট্রফিতে প্রাথমিক পর্বের গণ্ডি পেরোতে ব্যর্থ অনুষ্টুপ মজুমদাররা । গত মরসুমে রঞ্জি ট্রফির সাফল্য কেন এই মরসুমে ধরে রাখা গেল না, তা নিয়ে ময়নাতদন্তের কথা আগেই জানিয়েছিল সিএবি । বাংলা দলের কোচ অরুণলাল, অধিনায়ক অনুষ্টুপ মজুমদার, নির্বাচক কমিটির চেয়ারম্যান শুভময় দাসের উপস্থিতিতে বৃহস্পতিবার বৈঠক বসছে । সেখানেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে ৷

বৈঠকে থাকবেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া, যুগ্মসচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও দেবব্রত দাস । সিএবি প্রেসিডেন্ট নিজে ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে উপস্থিত থাকার কথা বলবেন । যদি শরীর সুস্থ থাকে তাহলেই আসতে অনুরোধ করা হবে মহারাজকে ।

আরও পড়ুন:5 মাস জৈব বলয়ে থেকেও অসাধারণ ক্রিকেট বিরাটদের, মুগ্ধ সৌরভ

বৃহস্পতিবার যদি সত্যিই সৌরভ সিএবিতে আসেন, তাহলে হৃদযন্ত্রের সমস্যা কাটিয়ে প্রথমবার সশরীরে ক্রিকেট প্রশাসনে যোগ দিতে দেখা যাবে তাঁকে। কারণ এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিভিন্ন বৈঠক তিনি করেছেন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে । বোর্ড সভাপতির পরামর্শ এবং উপস্থিতিতে সিএবি বাংলা দলের ব্যর্থতার ময়নাতদন্ত করতে চায় । নতুন মরসুমে কোন পথে এগোলে সাফল্য আসবে, বাংলা দলের উন্নতিতে কী করতে হবে, তার বিশদ আলোচনা সৌরভকে রেখেই করতে চায় সিএবি । তাছাড়া ভিশন 2025 প্রকল্পের রূপরেখা ঠিক করতেও ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্টের পরামর্শ নিতে চায় রাজ্য ক্রিকেট নিয়ামক সংস্থা । কারণ ভিশন টোয়েন্টি টোয়েন্টির রূপরেখা সৌরভই করেছিলেন । এছাড়াও স্থানীয় ক্রিকেটের খোলনলচে বদল করে উন্নতির পথ বৃহস্পতিবারের বৈঠকে খুঁজতে চায় তারা।

ABOUT THE AUTHOR

...view details