কলকাতা, 31 অক্টোবর : ফের একবার ইতিহাসের পাতায় নাম লেখাতে চলেছে ইডেন ৷ ক্রিকেটের ইতিহাসে এর আগেও বহুবার নাম উঠেছে ইডেন গার্ডেন্সের ৷ তবে এবার উপমহাদেশের প্রথম নৈশালোকে গোলাপি বলে টেস্টের আসর বসতে চলেছে ইডেনে ৷ আর এই ঐতিহাসিক ম্যাচকে স্মরণীয় করে রাখতে চেষ্টার ত্রুটি নেই ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অন্দরে ৷ গতকাল সন্ধ্যায় জরুরি সভায় যুদ্ধকালীন তৎপরতায় ভারত বনাম বাংলাদেশ ম্যাচ আয়োজনের পরিকল্পনা সেরে নিলেন CAB কর্তারা৷
আগেই ঠিক হয়েছিল ঐতিহাসিক ম্যাচে হাজির থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ প্রথম ভারত বাংলাদেশ টেস্ট ম্যাচের সদস্যদের সংবর্ধনা দেওয়ার ব্যাপারটাও আগেই ঠিক হয়েছিল ৷ টেস্টকে স্মরণীয় করে রাখতে জরুরি সভায় নেওয়া হল আরও একগুচ্ছ পদক্ষেপ ৷ সোনার টাকায় টেস্ট ম্যাচের টস করার চমকপ্রদ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এছাড়াও ক্রিকেটারদের পড়তে হবে গোলাপি টাই ৷ মাথায় থাকবে গোলাপি টুপি ৷ টিকিটেও থাকছে বিশেষ চমক ৷ আনা হচ্ছে পদ্মাপাড়ের গায়িকা রুনা লায়লাকে, গান পরিবেশন করবেন উষা উত্থুপও ৷ দর্শকদের বাড়ি ফেরার জন্য বিশেষ বাসের ব্যবস্থাও করা হচ্ছে বলে জানিয়েছেন CAB সচিব অভিষেক ডালমিয়া ৷