কলকাতা, 6 জুন :সরকারিভাবে ঘরোয়া ক্রিকেটে ইতি টানার কথা ঘোষণা করল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল। শুক্রবার CAB-র পদাধিকারীরা আলোচনায় বসেছিলেন। সেখানে বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখা হয়। প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া, যুগ্ম সচিব দেবব্রত দাস ও স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ছাড়াও অন্যান্য পদাধিকারীরা বৈঠকে উপস্থিত ছিলেন। টুর্নামেন্ট কমিটির প্রতিনিধিরাও ছিলেন বৈঠকে।
চলতি মরসুমে ঘরোয়া ক্রিকেটে ইতি টানল CAB - Avishek Dalmiya
মরসুমে ঘরোয়া ক্রিকেটে ইতি টানার কথা ঘোষণা করল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল। পুরোটাই ক্রিকেট-ক্রিকেটারদের শরীরের কথা চিন্তা করে ৷ পরে নতুন ভাবে মরসুম শুরু হবে। এই মরসুমের কোনও রেশ নতুন মরসুমে থাকবে না।
সেখানে অংশগ্রহণকারী ক্লাবগুলোর পয়েন্ট টেবিলে অবস্থান, কতগুলো খেলা বাকি-সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়। তারপর এই অবস্থায় খেলা শুরু সম্ভব নয় বলে সকলেই একমত হন। ফলে সর্বসম্মতিক্রমে বর্তমান ক্রিকেট মরসুমে ইতি টানার কথা ঘোষণা করা হয়। প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া বলেছেন, "প্য়ানডেমিকের জন্য় ক্রীড়া জগতের লকডাউন দীর্ঘায়িত হয়ে চলেছে । ফলে ক্রিকেটারদের কথা মাথায় রাখতে হচ্ছে । সব দিক বিবেচনা করে আমরা এই মরসুমের সমস্ত ডিভিশনের ক্রিকেটে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। নতুন ভাবে মরসুম শুরু হবে। এবং এই মরসুমের কোনও রেশ নতুন মরসুমে থাকবে না।"
পাশাপাশি পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন CAB-র পদাধিকারীরা। প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া বলেন, "পরিবেশের রক্ষায় গাছ লাগানো জরুরি । এবং তার সঠিক পরিচর্যা প্রয়োজন । এদিন প্রাক্তন ক্রিকেটার অম্বর রায়ের 75 তম জন্মদিন পালন হয় CABতে। তাঁর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান CAB কর্তারা ।