পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অনুশীলনেও বলে লালা-ঘাম ব্যবহার নিষিদ্ধ CAB-র - use of saliva and sweat on ball

কোরোনা ভাইরাস পরবর্তী অধ্যায়ে ক্লাব এবং ক্রিকেটারদের নির্দেশিকা পাঠালো ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল ।

অনুশীলনেও বলে লালা-ঘাম ব্যবহার নিষিদ্ধ CAB-র
অনুশীলনেও বলে লালা-ঘাম ব্যবহার নিষিদ্ধ CAB-র

By

Published : May 31, 2020, 10:14 AM IST

কলকাতা, 31 মে: সংক্রমণ ঠেকাতে বলে থুতুর ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছে অনিল কুম্বলের নেতৃত্বাধীন ICC-র ক্রিকেট কমিটি ৷ এই নিয়ে ICC চূড়ান্ত সিদ্ধান্ত না জানালেও কোরোনা পরবর্তী ক্রিকেট জগতে থুতুর ব্যবহার নিষিদ্ধ হচ্ছে তা বলাই যায় ৷ এবার সেই পথেই হাঁটল বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থাও ৷ অনুশীলনেও বলে স্যালাইভার ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে CAB ৷

কোরোনা ভাইরাস পরবর্তী অধ্যায়ে ক্লাব এবং ক্রিকেটারদের নির্দেশিকা পাঠালো ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল । লকডাউনে দুই মাস বন্ধ থাকার পরে আগামী সপ্তাহে CAB-র কাজকর্ম শুরু হবে । তবে 22 গজে বল গড়ানো এখনই নয় । তাই বাংলা দলের অনুশীলন শুরু হতেও অপেক্ষা রয়েছে । তবে অনুশীলন শুরুর পর CAB-র যাবতীয় নির্দেশিকা মেনে চলতে হবে । প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া, সচিব স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় এবং দেবব্রত দাস, ভাইস প্রেসিডেন্ট নরেশ ওঝা সহ CAB-র পদাধিকারীরা আলোচনায় বসে নির্দেশিকা তৈরি করেন । নির্দেশিকায় বলা হয়েছে, আপাতত অনুশীলনের সময় বলে লালা ও ঘাম ব্যবহার করা যাবে না ।

এছাড়া আরও বেশ কয়েকটি নিয়ম চালু করছে CAB ৷ যেমন, কারও সঙ্গে ক্রিকেটীয় সরঞ্জাম শেয়ার করা যাবে না । ক্রিকেটীয় সরঞ্জাম নিয়মিত স্যানিটাইজ় করতে হবে । ছোট ছোট গ্রুপে ট্রেনিং করতে বলা হয়েছে যাতে সামাজিক দুরত্ব বিধি মানা সম্ভব হয় । একসঙ্গে অনেককে নিয়ে অনুশীলন করানো যাবে না । ট্রেনিংয়ের জন্য প্র্যাকটিসের ড্রেস পড়ে আসতে হবে । পাশাপাশি ড্রেসিংরুম কম ব্যবহারের কথা বলা হয়েছে । সরকারি নির্দেশ মিললে তবেই জিম খোলা হবে । তবে আপাতত সুইমিং পুল ব্যবহার করা যাবে না । ইডেন চত্বরে কেউ ঢুকলে থার্মাল স্ক্রিনিং করে তাপমাত্রা পরীক্ষা করা হবে ।

এদিকে ফুটবল মরশুমের জন্য নির্দেশিকা চেয়েও এখনও তা IFA-র কাছে থেকে পায়নি ক্লাবগুলো । পরিকল্পনা সাজালেও তা গভর্নিং বডিতে পাস করানো বাকি IFA-র ।

ABOUT THE AUTHOR

...view details