কলকাতা, 31 মে: সংক্রমণ ঠেকাতে বলে থুতুর ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছে অনিল কুম্বলের নেতৃত্বাধীন ICC-র ক্রিকেট কমিটি ৷ এই নিয়ে ICC চূড়ান্ত সিদ্ধান্ত না জানালেও কোরোনা পরবর্তী ক্রিকেট জগতে থুতুর ব্যবহার নিষিদ্ধ হচ্ছে তা বলাই যায় ৷ এবার সেই পথেই হাঁটল বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থাও ৷ অনুশীলনেও বলে স্যালাইভার ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে CAB ৷
কোরোনা ভাইরাস পরবর্তী অধ্যায়ে ক্লাব এবং ক্রিকেটারদের নির্দেশিকা পাঠালো ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল । লকডাউনে দুই মাস বন্ধ থাকার পরে আগামী সপ্তাহে CAB-র কাজকর্ম শুরু হবে । তবে 22 গজে বল গড়ানো এখনই নয় । তাই বাংলা দলের অনুশীলন শুরু হতেও অপেক্ষা রয়েছে । তবে অনুশীলন শুরুর পর CAB-র যাবতীয় নির্দেশিকা মেনে চলতে হবে । প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া, সচিব স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় এবং দেবব্রত দাস, ভাইস প্রেসিডেন্ট নরেশ ওঝা সহ CAB-র পদাধিকারীরা আলোচনায় বসে নির্দেশিকা তৈরি করেন । নির্দেশিকায় বলা হয়েছে, আপাতত অনুশীলনের সময় বলে লালা ও ঘাম ব্যবহার করা যাবে না ।