কলকাতা, 12 মার্চ : ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট বিক্রি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ ক্রিকেট সংস্থা ৷ কোরোনা ঠেকাতে দর্শক ছাড়াই ক্রীড়া ইভেন্ট করার নির্দেশ দেওয়া হয়েছে ক্রীড়া মন্ত্রকের তরফে ৷ এই নির্দেশ পাওয়ার পরই স্টেট সেক্রেটারিয়েটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন CAB প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া ৷ বৈঠকে কেন্দ্রীয় সরকারের পাঠানো নির্দেশ মেনে চলার কথা বলা হয়েছে ৷ সেইমতো আগামী 18 মার্চ ইডেন গার্ডেন্সে অনুষ্ঠেয় ভারত-দক্ষিণ আফ্রিকা একদিনের ম্যাচের টিকিট বিক্রি স্থগিত রাখার কথা বলেছে CAB ৷
কোরোনা আতঙ্ক, ওয়ান ডে ম্যাচের টিকিট বিক্রি স্থগিত রাখল CAB - Abhishek Dalmiya
ইতিমধ্যেই বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে অভিষেক ডালমিয়ার। BCCI পরিস্থিতির ওপর নজর রাখছে ।
কোরোনা আতঙ্কে দেশে একের পর এক ক্রীড়া ইভেন্ট হয় বাতিল নয়ত স্থগিত হয়েছে ৷ পরিস্থিতি যেদিকে তাতে নির্দেশিকা অনুযায়ী ভারত-দক্ষিণ আফ্রিকা একদিনের সিরিজ় বাতিল না হলেও দর্শকশূন্য স্টেডিয়ামে হওয়ায় সম্ভাবনা প্রবল ৷ ধরমশালায় সিরিজ়ের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেছে। ম্যাচ বাতিল হলেও কোরোনা আতঙ্কে স্টেডিয়ামে দর্শকের উপস্থিতি ছিল খুবই কম ৷ 15 এবং 18 মার্চ সিরিজ়ের পরের দু'টি ম্যাচ রয়েছে যথাক্রমে লখনৌ এবং কলকাতায় ৷ সিরিজ়ের দুটি ম্যাচই ফাঁকা গ্যালারির সামনে খেলবে কোহলি-ডি কক'রা ৷ যদিও 18 মার্চের ম্যাচ দর্শকশূন্য ইডেনে হবে কি না তা নিয়ে মুখ খুলতে চাননি CAB প্রেসিডেন্ট ৷
ইতিমধ্যেই বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে অভিষেক ডালমিয়ার। BCCI পরিস্থিতির উপর নজর রাখছে । শুক্রবার রাজ্য সরকারের সঙ্গে ফের বৈঠকে বসবে CAB প্রতিনিধিরা । তারপরই বিষয়টি পরিষ্কার হবে ৷