কলকাতা, 1 অগাস্ট : লোধা কমিটির সুপারিশ সম্পূর্ণ ভাবে মানার পক্ষে আরও একধাপ এগিয়ে গেল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (CAB) । গতকাল CAB-র বিশেষ বার্ষিক সাধারণ সভায় বাংলা থেকে যেসব ক্রিকেটার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করেছেন, তাঁদের ভোটদানের বিষয়ে সবুজ সংকেত দেওয়া হয় । এর ফলে লক্ষ্মীরতন শুক্লা, প্রণব রায়, শরদিন্দু মুখার্জিদের মতো প্রাক্তনরা CAB-র নির্বাচনে ভোটদান করতে পারবেন ।
লোধা কমিটির সুপারিশ অনুযায়ী প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটারদের নিজ রাজ্য সংস্থার নির্বাচনে ভোটদানের অধিকার আবশ্যিক করার নির্দেশ দেওয়া হয়েছে । যা নিয়ে প্রথমে আপত্তি উঠলেও পরে প্রায় সকলেই মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয় । এতদিন CAB লোধা কমিটির সিংহভাগ সুপারিশ মেনে নিলেও প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটারদের ভোটদানের বিষয়ে গড়িমসি করছিল । এবার সেই সিদ্ধান্তে সবুজ সংকেত দিলেন CAB-র 121 জন সদস্য ।