মুম্বই, 7 অক্টোবর : মহেন্দ্র সিং ধোনির অবসর নেওয়ার আগেই তাঁর যোগ্য উত্তরসূরি খোঁজা শুরু করে দিয়েছিল BCCI ৷ এই তালিকায় সবার প্রথমে ছিল দিল্লির উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থের নাম ৷ কিন্তু জাতীয় দলের হয়ে বেশ কিছু সময় ধরে ফর্মে ছিলেন না পন্থ ৷ ধোনির উত্তরসূরি হিসেবে ধরা পন্থকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে গেছিল ৷ তবে যাই হোক না কেন, ভারতীয় স্কোয়াডে উইকেটকিপার হিসেবে ধোনির প্রথম বিকল্প পন্থই ৷ মনে করছেন ক্যারিবিয়ান ব্যাটিং কিংবদন্তি ব্রায়ান লারা ৷
গত বছর থেকেই জাতীয় দলের জার্সিতে ফর্মে পাওয়া যায়নি পন্থকে ৷ উইকেটের পিছনে হোক বা ব্যাট হাতে, কোনও জায়গাতেই সুবিধে করে উঠতে পারছিলেন না ৷ টি-20 বিশ্বকাপের কথা ভেবে যদিও তাঁকে সুযোগ দিয়ে যাচ্ছিল নির্বাচকরা ৷ অবশেষে চলতি বছরের শুরুর দিকে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ়ে জায়গা খোয়ান দিল্লির ব্যাটসম্যান ৷ তাঁর পরিবর্তে উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে ভালো পারফরম্যান্স করেন লোকেশ রাহুল ৷ যদিও ব্রায়ান লারা মনে করছেন উইকেটের পিছনে ধোনির বিকল্প হিসেবে প্রথমেই পন্থের নাম রাখা উচিত ৷