মেলবোর্ন, 9 ফেব্রুয়ারি : বয়স হয়েছে ঠিকই, কিন্তু তাঁর ব্যাটে যে এখনও মরচে পড়েনি তা দেখিয়ে দিলেন ক্রিকেটের রাজপুত্র ব্রায়ান চার্লস লারা ৷ দেখালেন, বয়সের পাশে লেখা থাকা 50 শুধুমাত্র একটা সংখ্যা ৷ অস্ট্রেলিয়ায় বুশ ফায়ার ব্যাশে মাত্র 11 বলে খেলে তুললেন 30 রান ৷ যদিও তারপর মাঠ ছাড়েন তিনি ৷
সম্প্রতি অস্ট্রেলিয়ায় বিধ্বংসী দাবানলে কমপক্ষে ৩৩ জনের মৃত্যু হয়েছে। ছাই হয়ে গেছে ১১ মিলিয়ন হেক্টর বনভূমি। ভস্মীভূত প্রায় ২ হাজার বাড়ি। এই ভয়াবহতার কথা মাথায় রেখে গড়া হয় দাবানল ত্রাণ তবহলি। তহবিলের অর্থ সংগ্রহণের জন্য একটি ম্যাচের আয়োজন করা হয় মেলবোর্নে। রবিবার সেই ম্যাচেই মুখোমুখি হয় পন্টিং একাদশ বনাম গিলক্রিস্ট একাদশ ৷ সেখানেই লারার ব্যাটিং বিক্রমের সৌজন্যে 10 ওভারে পন্টিং একাদশ করেন 104 রান ৷ জবাবে 103 রানে থেমে যায় গিলক্রিস্ট একাদশের ইনিংস ৷