পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বর্ধমানে ব্রায়ান লারা - বর্ধমানে লারা

বর্ধমানে একটি ক্রিকেট টুর্নামেন্টে অতিথি হিসাবে এসেছিলেন ওয়েস্ট ইন্ডিজ়ের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান চার্লস লারা ৷ তাঁকে দেখতে ভিড় জমায় ক্রিকেটপ্রেমীরা ৷

image
বর্ধমানে লারা

By

Published : Jan 25, 2020, 7:51 PM IST

বর্ধমান, 25 জানুয়ারি : বর্ধমানে লারা ৷ বর্ধমানে মালির মাঠে চলছে তিন দিন ব্যাপি রাজনন্দনী ক্রিকেট টুর্নামেন্ট ৷ আজ ছিল দ্বিতীয় দিন ৷ আর সেই টুর্নামেন্টে অতিথি হিসাবে এসেছিলেন ওয়েস্ট ইন্ডিজ়ের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান চার্লস লারা ৷

কয়েকদিন আগে থেকেই লারা আসার কথা সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ৷ তাই আজ সকাল থেকেই বর্ধমানের মালির মাঠে জনসমুদ্র দেখা গেল ৷ দুপুর তিনটে নাগাদ প্রতীক্ষার অবসান ঘটে ৷ মালির মাঠে এসে উপস্থিত হন ক্রিকেটের রাজপুত্র ৷ অগণিত মানুষের ভিড় দেখে আপ্লুত হয়ে পড়েন লারা নিজেও ৷

প্রথমে হুড খোলা গাড়ি করে গোটা মাঠ ঘোরানো হয় লারাকে ৷ মাঠের বাইরে থাকা দর্শকদের মধ্যে ছবি তোলার জন্য হুড়োহুড়ি পড়ে যায় ৷ ভিড়ের কারণে প্রথমে একবার লারাকে নিয়ে মাঠ প্রদক্ষিণ করানো হয় ৷ যদিও ফের একবার হুড খোলা গাড়ি করে ঘোরানো হয় লারাকে ৷ এরপর হেঁটে মালির মাঠে ক্রিকেটের 22 গজে যান লারা ৷ ক্রিকেটারদের সঙ্গে পরিচয় সারেন তিনি ৷ ভালো খেলার জন্য উৎসাহ দেন ৷ বিকাল পাঁচটা নাগাদ বর্ধমান ছাড়েন কিংবদন্তি লারা ৷ সড়ক পথে কলকাতা ফেরেন তিনি ৷

বর্ধমানে লারা...

বর্ধমানে লারাকে ICC -র প্রস্তাবিত 4 দিনের টেস্ট ম্যাচ নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা ৷ লারা জানান, এতে তাঁর মত নেই ৷ তিনি মনে করেন চারদিনের টেস্ট ম্যাচ ক্রিকেটে কোনও পরিবর্তন আনবে না ৷ বর্তমানে সেরা ক্রিকেটার কে? এই প্রশ্নও করা হয় তাঁকে ৷ তবে নির্দিষ্ট করে কোনও ক্রিকেটারের নাম করেননি লারা ৷ তবে কোহলি, স্মিথ, রুট, স্ট্রোক ও লোকেশ রাহুল এরা সবাই ভালো ক্রিকেটার বলে উল্লেখ করেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details