চেন্নাই, 21 মে: মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে তিনবারের IPL জয়ী চেন্নাই সুপার কিংসের সাফল্যের রহস্য ফাঁস করলেন ডোয়েন ব্র্যাভো । বলেন, সতীর্থদের নিজের মতো করে খেলার যে স্বাধীনতা দিয়েছেন ধোনি, মাঠে তারই প্রতিফলন ঘটান চেন্নাইয়ের ক্রিকেটাররা ।
ধোনির নেতৃত্বে CSK-এর সাফল্যের রহস্য ফাঁস ব্র্যাভোর - CSK
ব্র্যাভোর কথায়, "ধোনি কারও উপর চাপ তৈরি করে না । ক্রিকেটের বাইরে ওকে খুব কমই ঘর থেকে বেরোতে দেখা যায় । কিন্তু ওর ঘরের দরজা সবার জন্য খোলা । তাই যখন খুশি ওর রুমে গিয়ে আড্ডায় মেতে ওঠা যায় । ড্রেসিংরুমে সবাই যাতে স্বস্তি অনুভব করে সেই চেষ্টাই করে ধোনি । ওর মধ্যে কখনও তারকাসুলভ ব্যাপার দেখিনি ।"
একটি ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "বছরের পর বছর ধরে CSK ভাল অধিনায়কদের পেয়ে এসেছে । তার মধ্যে রয়েছেন ফাফ ডুপ্লেসি, ব্রেন্ডন ম্যাকালাম, মাইক হাসি । এরা সকলেই নিজের দেশের হয়ে নেতৃত্বে দিয়েছেন । কিন্তু মহেন্দ্র সিং ধোনি হল অন্যরকম মানুষ । ও সবসময় বলে, "তুমি যোগ্য বলেই এখানে পৌঁছেছ । তাই এখানে এসে কাউকে প্রমাণ করার প্রয়োজন নেই । তোমার সব প্রয়োজনে ফ্র্যাঞ্চাইজ়ি দেখবে । তুমি শুধু নিজের মতো করে খেলে যাও ।" এছাড়াও ড্রেসিংরুমে প্রতিটি খেলোয়াড়ের সঙ্গে অদ্ভুতভাবে মিশে যান ধোনি । এতে ক্রিকেটাররা অন্য সব ভাবনা দূরে সরিয়ে শুধু ক্রিকেটের উপরই ফোকাস করতে বাধ্য হয় বলে জানান ব্র্যাভো ।
ক্যারিবিয়ান অলরাউন্ডারের কথায়, "ধোনি কারও উপর চাপ তৈরি করে না । ক্রিকেটের বাইরে ওকে খুব কমই ঘর থেকে বেরোতে দেখা যায় । কিন্তু ওর ঘরের দরজা সবার জন্য খোলা । তাই যখন খুশি ওর রুমে গিয়ে আড্ডায় মেতে ওঠা যায় । ড্রেসিংরুমে সবাই যাতে স্বস্তি অনুভব করে সেই চেষ্টাই করে ধোনি । ওর মধ্যে কখনও তারকাসুলভ ব্যাপার দেখিনি ।"