কলকাতা, 25 এপ্রিল : অশান্তির আগুন জ্বলছে নাইট শিবিরে । ম্যাচের আগের দিনের অনুশীলনে দলের অধিনায়ক দীনেশ কার্তিক অনুপস্থিত । বাকিরা কবে আসছেন তা নিয়ে ধোঁয়াশা । নাইট ম্যানেজমেন্ট বলছে দলনেতা ম্যাচে সরাসরি যোগ দেবেন । গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ছন্নছাড়া পরিস্থিতি যে কোনও দলের কাছেই অশনি সংকেত । KKR ব্যতিক্রম নয় । কোচ জ্যাক কালিস ভাঙা দল নিয়ে রাজস্থান রয়্যালস ম্যাচের প্রস্তুতি সারলেন । দলের ফর্মে থাকা ব্যাটসম্যান আন্দ্রে রাসেলকে অনুশীলনে দেখা যায়নি ।
দারুন শুরু করেও KKR-এর সামনে বিদায়ের ভ্রুকুটি । ক্যারিবিয়ান ব্যাটসম্যান বলছেন দুর্ভাগ্যবশত তারা প্রত্যাশিত মানে খেলতে পারেননি । চার ম্যাচ জিতলে খুলতে পারে প্লে-অফের দরজা। আপাতত পরিস্থিতি ঠিক করতে বাকি চারটে ম্যাচ জিততে হবে বলে জানিয়েছেন তিনি । চলতি IPL-এ প্লে-অফের সম্ভাবনা বাচিয়ে রাখার লড়াইয়ে নামার আগে দলের টালমাটাল অবস্থা যে স্বস্তি দিচ্ছে না তা বলাই বাহুল্য । সাংবাদিক সম্মেলনে এসেছিলেন কার্লোস ব্রাথওয়েট । তিনি অবশ্য দলের অভ্যন্তরের অস্বস্তির কথা মানতে নারাজ । বরং বলছেন বাইরে থেকের অনেক কিছু অনুমান করার চেষ্টা করা হলেও তার সঙ্গে বাস্তবের মিল নেই । পরস্পরের সঙ্গে হাসি ঠাট্টা, ফুটবল খেলা চলছে যা দলের সুস্থ পরিবেশের প্রমাণ দেয় বলে তিনি মনে করেন ।