পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ঈশান-আকাশের দুরন্ত বোলিংয়ে বাংলার ঘরে 3 পয়েন্ট

গুজরাতের বিরুদ্ধে ঈশান ও আকাশের দুরন্ত বোলিংয়ে তিন পয়েন্ট এল বাংলার ঘরে ৷ বাংলার এই দুই পেসারের বিক্রমে 194 রানেই থেমে যায় গুজরাতের ইনিংস ৷ ব্যাট হাতে সহজেই প্রথম ইনিংসে গুজরাতের রান টপকে য়ায় বাংলা ৷ প্রথম ইনিংসে বাংলার সংগ্রহ 5 উইকেটের বিনিময়ে 239 ৷

image
বাংলা বনাম গুজরাত

By

Published : Jan 6, 2020, 1:44 PM IST

Updated : Jan 6, 2020, 4:29 PM IST

কলকাতা, 6 জানুয়ারি: বৃষ্টি বিঘ্নিত ইডেনে তিন পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল বাংলা দলকে ৷ বৃষ্টির কারণে প্রথম তিন দিন খেলা বিঘ্নিত হলেও চতুর্থ বা শেষ দিনে আবহাওয়া ছিল ঝলমলে ৷ তাই প্রথম ইনিংসে গুজরাতের করা 194 রান, শেষ দিনে সহজেই টপকে যায় টিম বাংলা ৷ যদিও ব্যাটিং করতে এসে শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপাকে পরে অভিমন্যুর দল ৷ ঋত্বিক চৌধুরি, অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ, মনোজ তিওয়ারির ব্যাটে ভর করে গুজরাতের প্রথম ইনিংসের রান টপকে যায় বাংলার রঞ্জি দল ৷ ম্যাচের শেষ দিনে প্রথম ইনিংসে বাংলার সংগ্রহ 5 উইকেটের বিনিময়ে 239 রান ৷ তিন ম্যাচের শেষে 12 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে চলে এল বাংলা ৷ ম্যাচের সেরা আকাশ দীপ ৷

গুজরাতের প্রথম ইনিংস মাত্র 194 রানেই শেষ ৷ সৌজন্যে ঈশান পোড়েল ও আকাশ দীপের বোলিং ৷ অশোক দিন্দার অভাব বল হাতে কড়ায়গন্ডায় মিটিয়ে দেন আকাশ ও ঈশান ৷ দুই বোলারই তুলে নিলেন প্রতিপক্ষের 10টি উইকেট ৷ তবে ঈশানকে ছাপিয়ে গেলেন আকাশ দীপ ৷ মাত্র 18.3 ওভার বল করে তুলে নিলেন 6টি উইকেট ৷ অন্যদিকে ঈশান নিলেন বাকি 4টি উইকেট ৷

ঈশান ও আকাশ

ঈশান ও আকাশের দুরন্ত বোলিংয়ে খুশি বাংলার বোলিং কোচ রণদেব বসু ৷ মনোজ ও অভিমন্যুদের নিয়ে আশাবাদী ছিলেন বাংলা কোচ অরুণ লাল ৷ কোচের আস্থার মর্যাদা রাখলেন মনোজরা ৷ তবে এর মধ্যেই পরবর্তী ম্যাচের দল নিয়ে শুরু হয়েছে জল্পনা ৷ ভারতীয় A দলের হয়ে খেলতে নিউজ়িল্যান্ড যাচ্ছেন ঈশান ৷ তাই তাঁর পরিবর্ত কে হবেন ? অশোক দিন্দা সহজ সমাধান হতে পারত ৷ ততে বিতর্কিত বোলারের দলে অন্তর্ভুক্তি নিয়ে অনীহা টিম ম্যানেজম্যান্টের ৷ এই মরশুমে দিন্দার দলে ফেরার সম্ভবনা প্রায় নেই বললেই চলে ৷ তাই দিন্দা নির্ভরতা ছেড়ে নতুনভাবে দল গড়াই লক্ষ্য বাংলার ৷

Last Updated : Jan 6, 2020, 4:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details