কলকাতা, 27 ফেব্রুয়ারি : চণ্ডীগড়, সৌরাষ্ট্রের বিরুদ্ধে হারের ধাক্কা সরিয়ে জয়ে ফিরল বাংলা । শনিবার সল্টলেকের টোয়েন্টি টু ইয়ার্ডসের মাঠে প্রথমে ব্যাট করতে নেমে চার উইকেটে 368 রান তোলে বাংলা । অভিমন্যু ঈশ্বরন একরানের জন্য শতরান হাতছাড়া করেন। অভিমন্যুর 105 বলে করা 99 রানের ইনিংস দলের বড় রানের ভীত গড়ে দেয় । 11 টি বাউন্ডারি এবং একটি বিশাল ছক্কায় সাজানো এই ইনিংস।
ঈশ্বরন, অনুষ্টুপের ব্যাটে জয়ে ফিরল বাংলা - Anustup Majumdar
অভিমন্যুর 105 বলে করা 99 রানের ইনিংস এবং অধিনায়ক অনুষ্টুপ মজুমদারের 84 বলে 92 রানের ইনিংসের সুবাদে 368 রান তোলে বাংলা । জবাবে 268 রানে থেমে যায় জম্মু কাশ্মীরের ইনিংস ।
অভিষেক রামন দ্রুত ফিরে যাওয়ার পর দলের ইনিংস গড়তে ঋত্বিক রায়চৌধুরিকে নিয়ে পালটা দেওয়ার কাজ শুরু করেছিলেন অভিমন্যু। তিন নম্বরে ব্যাট করতে নেমে ঋত্বিক 62বলে 55 রান করেন । তাঁর ইনিংস সাজানো 7 টি চার এবং একটি ছক্কা দিয়ে । ঋত্বিক ও অভিমন্যু একসঙ্গে 107 রান যোগ করেন । এরপর অধিনায়ক অনুষ্টুপ মজুমদারও বড় রান করেন । তাঁর 84 বলে 92 রানের ইনিংস সাজানো এক ডজন বাউন্ডারি দিয়ে । ঋত্বিকের পর অনুষ্টুপকে নিয়েও অভিমন্যু শতরানের পার্টনারশিপ গড়েন । ইনিংসের 38 ওভারের মাথায় অভিমন্যু ফিরে যাওয়ার পর কাইফ আহমেদ এবং শাহবাজ আহমেদ 42 এবং 48 রানের ঝোড়ো ইনিংস খেলে । প্রথম ইনিংসের শেষে বাংলা 4 উইকেট হারিয়ে তোলে 368 রান।
প্রত্যুত্তরে ব্যাটে নেমে জম্মু কাশ্মীর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে । রসুলের 50 এবং আবিদ মুস্তাকের 68 বাংলার রান টপকানোর পক্ষে যথেষ্ট ছিল না । 268 রানে থেমে যায় তাদের ইনিংস ।
আরও পড়ুন : ব্য়ক্তিগত কারণে চতুর্থ টেস্টে নেই বুমরা
জয়ে ফেরার পরে ম্যাচের সেরা অভিমন্যু ঈশ্বরন বলেছেন,"দলের সকলেই ভালো বল করেছে। ঋত্বিক, অনুষ্টুপের পাশাপাশি শাহবাজ কাইফ ঝোড়ো ব্যাটিং করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। স্কোরবোর্ডে বড় রান থাকায় বোলারদের সুবিধা হয়েছে। মুকেশ কুমার, অর্নব নন্দী বল হাতে দারুণ পারফরম্যান্স করেছেন।পরের ম্যাচে জয় ধরে রাখার চেষ্টা করতে হবে আমাদের।"