কলকাতা , 10 ডিসেম্বর : মোহনবাগানকে হারিয়ে বেঙ্গল টি টোয়েন্টি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন তপন মেমোরিয়াল । প্রতিপক্ষকে 33 রানে পরাজিত করার প্রধান কারিগর তপন মেমোরিয়ালের অধিনায়ক শাহবাজ আহমেদ । তাঁর অলরাউন্ড পারফরম্যান্সের দৌলতে মরসুমের প্রথম ট্রফি ঘরে তুলল তপন । ব্যাট হাতে 54 রান করার পরে বল হাতে মাত্র দশ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন । ফলে 17 দিনের টুর্নামেন্টে মোহনবাগানকে তিনবার পরাজিত করল তপন মেমোরিয়াল ।
টস জিতে মোহনবাগানের অধিনায়ক অনুষ্টুপ মজুমদার ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন । সবুজ মেরুনের বোলিং আক্রমণের সামনে তপন মেমোরিয়ালের শুরুটা মোটেই ভালো হয়নি । এইসময় 40 রানে 4 উইকেট হারিয়ে ধুকছিল দল । পেসার আকাশদীপ এবং স্পিনার রাজকুমার পাল ম্যাচের রাশ হাতে তুলে নিয়েছিলেন । কিন্তু কাইফ আহমেদকে সঙ্গে নিয়ে শাহবাজ আহমেদ পালটা দিতে থাকেন । তাঁদের জুটিতে 78 রান ওঠে । তপন মেমোরিয়াল অধিনায়ক শাহবাজ 41 বলে 54 রান করেন । কাইফ আহমেদ 39 রানে অপরাজিত থেকে ছয় উইকেটে দলকে 145 রানে পৌঁছে দেন । প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে মোহনবাগান 112 রানে শেষ হয়ে যায় । অধিনায়ক অনুষ্টুপ মজুমদারের 32 বলে 46 রান দলের হার আটকানোর পক্ষে যথেষ্ট ছিল না । তিনি পুরো টুর্নামেন্টে মোট 370 রান করেছেন । মোট তেইশটি উইকেট নিয়ে সর্বোচ্চ শিকারি রমেশপ্রসাদ ।