কলকাতা, 19 নভেম্বর : প্যানডেমিকের ধাক্কা সামলে 24 নভেম্বর থেকে ময়দানের 22 গজে গড়াচ্ছে বল । শুরু হচ্ছে বেঙ্গল টি-20 প্রতিযোগিতা । তার সপ্তাহখানেক আগে কোরোনা আক্রান্ত হলেন গত মরশুমে বাংলার রণজি দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ । ফলে, টি-20 টুর্নামেন্টে তাঁর খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে ।
কোরোনায় আক্রান্ত অভিমন্যু ঈশ্বরণ, টি-20 টুর্নামেন্টে খেলা নিয়ে সংশয় - অভিমন্যু ঈশ্বরণ
প্রথমবার অনুষ্ঠিত হতে চলা এই টুর্নামেন্টে ইস্টবেঙ্গলের অধিনায়ক তিনি ।
টি-20 টুর্নামেন্টের জন্য দেরাদুন থেকে কলকাতায় এসেছেন ঈশ্বরণ । নিয়মমাফিক COVID টেস্ট করার পর তাঁর কোরোনা ধরা পড়ে । যদিও তাঁর শরীরে কোনও উপসর্গ নেই । রিপোর্ট আসার পর সেলফ আইসোলেশনে চলে গেছেন ঈশ্বরণ । তাঁর কোরোনা আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন CAB-র যুগ্ম সচিব দেবব্রত দাস । CAB-র তত্ত্বাবধানে থেকে চিকিৎসা চলবে তাঁর ।
ছয় দলীয় টি-20 টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোহনবাগান, ইস্টবেঙ্গল, টাউন, তপন মেমোরিয়াল, কালীঘাট ও কাস্টমস ক্লাব । অভিমন্যু ঈশ্বরণ রয়েছেন ইস্টবেঙ্গল টিমে । প্রথমবার অনুষ্ঠিত হতে চলা এই টুর্নামেন্টে ইস্টবেঙ্গলের অধিনায়ক তিনি । কিন্তু, বর্তমান পরিস্থিতিতে অন্তত লিগ পর্বে দলের হয়ে খেলতে পারবেন না ঈশ্বরণ । তাঁর দল ফাইনালে পৌঁছালে তবেই টুর্নামেন্টের অংশ হতে পারবেন তিনি ।