কলকাতা, 23 ফেব্রুয়ারি :সার্ভিসেসের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নেওয়ার পরেই দ্বিতীয় ম্যাচে পরাজয়ের অন্ধকারে বাংলা । মঙ্গলবার ইডেনে বিজয় হাজারে ট্রফির দ্বিতীয় ম্যাচে চন্ডীগড় পাচ উইকেটে বাংলাকে হারাল । প্রথমে ব্যাট করতে নেমে বাংলা 9 উইকেটে 253 রান তোলে । শাহবাজ আহমেদের 59রান ছাড়া বাংলার কোনও ব্যাটসম্যান বড় রান করতে পারেননি ।
অধিনায়ক অনুষ্টুপ মজুমদার মাত্র এক রান করে ফিরে যান ।সার্ভিসেস ম্যাচের নায়ক কাইফ আহমেদ কুড়ি রান করে আউট হন । শ্রীবৎস গোস্বামী, অভিমন্যু ঈশ্বরন 35 রান দলের ইনিংসের সর্বোচ্চ । প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে 48.5 ওভারে চন্ডীগড় জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় । পাচ উইকেটে 257 রানের ইনিংসে আরশ্লান খানের 88 এবং শিভম ভামরির অপরাজিত 71 রান চন্ডীগড়ের জয়ের ভিত গড়ে দেয় ।