পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ডাল-ভাত-চোখা, শর্টফিল্মে আবেদন বাংলার ক্রিকেটারদের - covid-19 pandemic

প্রাক্তন ক্রিকেটার তথা বিধায়ক লক্ষ্মীরতন শুক্লার নেতৃত্বে এই সাড়ে ছয় মিনিটের একটি শর্টফিল্ম তৈরি করা হয়েছে ।

বাংলার ক্রিকেটার
বাংলার ক্রিকেটার

By

Published : May 3, 2020, 10:07 PM IST

কলকাতা, 3 মে: কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই । প্রতিষেধকের খোঁজে চেষ্টা চলছে নিরন্তর । এই পরিস্থিতিতে নিজেদের ঘরে বন্দী রাখাই বুদ্ধিমানের কাজ । ভারতের সেরা অ্যাথলিটরা নিজেদের মত করে সচেতনতা গড়ে তুলতে ভিডিয়ো তৈরি করেছেন । এবার বাংলার ক্রিকেটাররাও ভিডিয়ো বার্তায় সচেতন হওয়ার পরামর্শ দিলেন । প্রাক্তন ক্রিকেটার তথা বিধায়ক লক্ষ্মীরতন শুক্লার নেতৃত্বে এই সাড়ে ছয় মিনিটের একটি শর্টফিল্ম তৈরি করা হয়েছে । লক্ষ্মীরতন শুক্লা ছাড়াও মনোজ তিওয়ারি, সম্বরণ বন্দ্যোপাধ্যায়, অনুষ্টুপ মজুমদার, সৌরাশিস লাহিড়ি এবং গায়ক সুরজিৎ অভিনয় করেছেন । নাম দেওয়া হয়েছে ডাল-ভাত-আলুচোখা ।

এই শর্টফিল্মে সম্বরণ বন্দ্যোপাধ্যায় বড় দাদা এবং অধিনায়কের ভূমিকা পালন করেছেন । ছুটির দিনের মেজাজে জমিয়ে বাজার করে কবজি ডুবিয়ে খাওয়া নয় । বরং ঘরে থেকে ছোটবেলার দিনগুলোর মত মায়ের হাতের আলু চোখা আর ভাত খাওয়ার অভ্যাসে ফিরে যাওয়ার কথা বলা হয়েছে । সেটা সাধারণ মানুষকে তাদের মতো করে করার কথা বলা হয়েছে । কোনও অবস্থাতেই ঘর থেকে না বেরোনোর অনুরোধ বারবার করেছেন বাংলার ক্রিকেটাররা । তাহলেই এই কোরোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জয় সম্ভব বলে মনে করেন তারা ।

ক্রিকেটাররা বলছেন তাঁরা এই কাজ বেশ উপভোগ করেছেন । একই সঙ্গে কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সকলকে উদ্বুদ্ধ করতে পারার প্রয়াসে যুক্ত হতে পেরে খুশি ক্রিকেটাররা । তবে এই শর্টফিল্ম তৈরি করতে কেউ বাড়ির বাইরে বের হননি ।

ABOUT THE AUTHOR

...view details