কলকাতা, 10 জুন: অনিল কুম্বলের নেতৃত্বাধীন ICC-র টেকনিক্যাল কমিটির সুপারিশে সিলমোহর দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল । এবার থেকে ফুটবল, হকির মতো ক্রিকেটেও পরিবর্ত নেওয়ার নিয়ম আসছে । যদি কোনও ক্রিকেটারের শরীরে টেস্ট ম্যাচ চলাকালীন COVID-19-এর লক্ষণ দেখা যায় তাহলে তার পরিবর্ত নেওয়া যাবে । এই নিয়মকে স্বাগত জানাচ্ছেন বাংলা দলের কোচ অরুণ লাল ।
তিনি বলেছেন, "অবশ্যই স্বাগত জানাচ্ছি । কোরোনা ভাইরাসের কারণে সমস্ত খেলা প্রায় বন্ধ । প্রত্যাবর্তনের চেষ্টা চলছে । সেখানে নতুন নিয়ম আসবে তা স্বাভাবিক । তবে পরিবর্ত নেওয়ার নিয়ম রঞ্জি ট্রফিতে রয়েছে । আমরা গত মরশুমে অন্ধ্রপ্রদেশকে পরিবর্ত নিতে দিয়েছি । তবে বিদর্ভ আমাদের সেই সুযোগ দেয়নি । এবার আন্তর্জাতিক ক্রিকেটে পরিবর্ত নেওয়ার নিয়ম আসছে । অবশ্যই ভালো কথা ৷" কিন্তু কোনও ব্যক্তির কোরোনার লক্ষণ দেখা গেলে আশেপাশে থাকা ক্রিকেটারদের কোয়ারানটিনে যেতে হবে । জিজ্ঞাসা করতেই অরুণ লাল বলেছেন,"সংক্রমণের লক্ষণ বুঝতে খেলার আগে পরে এবং মাঝখানে পরীক্ষা হবে । সিরিজের আগে ও পরে পরীক্ষা হবে । তাই কারও যদি লক্ষণ থাকে তাহলে অবশ্যই তা ধরা পড়বে । ICC সবকিছু দেখেই নতুন নিয়ম নিয়ে আসছে ।"