পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

রণজি ফাইনাল : জঘন্য পিচে বাংলাকে লড়াইয়ে ফেরালেন আকাশদীপ - বাংলাকে লড়াইয়ে ফেরালেন আকাশদীপ

আকাশদীপের ভালো পারফরম্যান্স বাংলাকে মধ্যাহ্নভোজের বিরতির পরে খেলায় ফিরিয়েছে । মরা উইকেটে দলের বোলারদের পারফরম্যান্সের প্রশংসা অরুণ লালের ।

bengal
বাংলাকে লড়াইয়ে ফেরালেন আকাশদীপ

By

Published : Mar 9, 2020, 9:22 PM IST

রাজকোট, 9 মার্চ : রণজি ট্রফির ফাইনালে বাংলার বোলারদের দাপট আটকাতে বাইশ গজকে কার্যত "খোঁয়াড়ে" পরিণত করেছে সৌরাষ্ট্র । রাজকোটের ফাইনালে সৌরাষ্ট্র দলে চেতেশ্বর পূজারার মতো তারকা ক্রিকেটার রয়েছেন । তা সত্ত্বেও রাজকোটের পিচ ঈশান পোড়েলদের জন্য কবর ছাড়া কিছু নয় । টসে হেরে ফিল্ডিং করতে নেমে প্রতিপক্ষের পাঁচ উইকেট তুলে নেওয়ার জন্য বাংলার পেস ত্রয়ীকে কৃতিত্ব দিতেই হয় । প্রথম দিনের শেষে সৌরাষ্ট্রের স্কোরবোর্ডে উঠেছে 206 রান ৷ দ্বিতীয় দিন প্রথম ঘণ্টায় বাকি উইকেট তুলে নেওয়ার কথা বলছেন বাংলার কোচ অরুণ লাল । 41 রানে তিন উইকেট নিয়ে দিনের সেরা আকাশদীপ । তবে দুই দলের পারফরম্যান্স সরিয়ে প্রথম দিনে আলোচনার কেন্দ্রে রাজকোটের বাইশ গজ ।

ভালো ক্রিকেটের স্বার্থে স্পোর্টিং উইকেট তৈরিতে জোর দিয়ে থাকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড । এই পরিস্থিতিতে রণজি ট্রফির ফাইনালের বাইশ গজ কেন এমন জঘন্য হল তা নিয়ে চাপানউতোর চলছে । প্রথম দিনের উইকেট অথচ উইকেটরক্ষক বল ধরলেন গোড়ালির উচ্চতায় । বাকি চারদিন ব্যাটসম্যানদের জন্য কঠিন পরীক্ষা হতে চলেছে ।

সাজঘরে মনোজ তিওয়ারির শততম রণজি ট্রফি ম্যাচের সেলিব্রেশন

প্রথমে ব্যাট করতে নেমে সৌরাষ্ট্রের দুই ওপেনার হার্ভিক দেশাই এবং অভি ব্যারট শুরুটা ভালো করেছিলেন । দলের 82 রানে হার্ভিক দেশাইকে সাজঘরের পথ দেখান শাহবাজ আহমেদ । ব্যক্তিগত 38 রানে তিনি শাহবাজের বলে পরিবর্ত ফিল্ডার অভিষেক রামনের হাতে ধরা পড়েন । তিন নম্বরে ব্যাট করতে নেমে বিশ্বরাজ জাদেজা দলের রান তোলার কাজ সাবলীলভাবে করলেও তাঁকে ব্যক্তিগত 54 রানে ফেরান আকাশদীপ । প্রথমদিনে বাংলার বোলারদের মধ্যে সেরা পারফরমেন্স আকাশদীপের । জাদেজাকে ফেরানোর পাশাপাশি আরও এক ওপেনার ব্যারট (54) এবং চেতন শাকারিয়ার উইকেট নেন তিনি । জ্যাকসনকে ফেরান ঈশান পোড়েল । ছয় নম্বরে ব্যাট করতে নামলেও পাঁচ রান করে অসুস্থ হয়ে পড়েন চেতেশ্বর পূজারা । উইকেটে রয়েছেন অর্পিত ভাসাভাদা ।

আকাশদীপের ভালো পারফরমেন্স বাংলাকে মধ্যাহ্ন ভোজের বিরতির পরে খেলায় ফিরিয়েছে । মরা উইকেটে দলের বোলারদের পারফরমেন্সের প্রশংসা অরুণ লালের । সাজঘরে মনোজ তিওয়ারির শততম রণজি ট্রফি ম্যাচের সেলিব্রেশন হয় । সতীর্থরা তাঁর হাতে সই করা ব্যাট উপহার দেন । সোমবার রণজি ট্রফির ফাইনালে বাংলার জার্সিতে অভিষেক হয়েছে সুদীপ ঘরামির ৷ কোচ অরুণ লাল তাঁর হাতে বাংলা দলের টুপি তুলে দেন ।

ABOUT THE AUTHOR

...view details