পশ্চিমবঙ্গ

west bengal

ঈশানের দাপটে ওড়িশাকে 9 উইকেটে হারাল বাংলা

ভারতীয় দলের সঙ্গে নেট বোলার হিসেবে অস্ট্রেলিয়া গিয়েছিলেন । সেখানে চোট পেয়ে ফিরে আসেন । এনসিএতে রিহ্যাবের পরে ফের মাঠে ঈশান পোড়েল । শুধু মাঠে নামাই নয় । তাঁর দাপটে মুস্তাক আলি টি টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম ম্যাচে ওড়িশাকে নয় উইকেটে হারাল বাংলা ।

By

Published : Jan 10, 2021, 9:33 PM IST

Published : Jan 10, 2021, 9:33 PM IST

bengal
bengal

কলকাতা , 10 জানুয়ারি : বিরাট কোহলির সংসার থেকে ফিরেই স্বমহিমায় ঈশান পোড়েল । 26 রানে ওড়িশার চার উইকেট তুলে নিয়ে বোঝালেন গত মরশুম যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই এবার শুরু করলেন ।

ভারতীয় দলের সঙ্গে নেট বোলার হিসেবে অস্ট্রেলিয়া গিয়েছিলেন । সেখানে চোট পেয়ে ফিরে আসেন । এনসিএতে রিহ্যাবের পরে ফের মাঠে ঈশান পোড়েল । শুধু মাঠে নামাই নয় । তাঁর দাপটে মুস্তাক আলি টি টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম ম্যাচে ওড়িশাকে নয় উইকেটে হারাল বাংলা ।

টস জিতে বাংলা ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল । যাদবপুর ইউনিভার্সিটির সল্টলেক ক্যাম্পাসের মাঠে প্রথম থেকে সঠিক লাইনে বল করতে থাকেন বাংলার তিন পেসার ঈশান পোড়েল,আকাশ দীপ এবং মুকেশ কুমার । বঙ্গ পেসার ত্রয়ী ওড়িশার মোট আটটি উইকেট নেন ।

আরও পড়ুন ফের সিরাজের উদ্দেশে বর্ণবৈষম্যমূলক মন্তব্য, বের করা হল কয়েকজন দর্শককে

ঈশানের চার শিকারের পাশে আকাশদীপ এবং মুকেশকুমার দুটো করে উইকেট নেন । নির্ধারিত কুড়ি ওভারে 113 রানের বেশি তুলতে পারেনি ওড়িশা । রাজেশ ধুপার 37 এবং অঙ্কিত যাদব 32 রানে ওড়িশার ইনিংস 100 রানের গণ্ডি পার করে ।

জবাবে ব্যাট করতে নেমে বাংলা দল প্রথম থেকে দাপটে ব্যাট করতে থাকে । মাত্র 12 ওভার দুই বলে এক উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলা । শ্রীবৎস গোস্বামী দারুণ শুরু করেন ।16 বলে চার বাউন্ডারির সাহায্যে 25 রানে আউট হন তিন । তবে এরপর বিবেক ও শুভঙ্করের দাপটে বেশি বেগ পেতে হয়নি বাংলাকে ।

আরও পড়ুন সংকটজনক অবস্থায় হাসপাতালে প্রাক্তন গোলরক্ষক প্রশান্ত ডোরা

বিবেক সিং 35বলে 54রান করেন । অভিষেক ম্যাচে ব্যাট হাতে নজর কাড়লেন শুভঙ্কর বল । তার 23 বলে 34 রান করে বিবেককে যোগ্য সঙ্গত দেন তিনি । প্রথম ম্যাচে জয়ের পর বাংলার অধিনায়ক অনুষ্টুপ মজুমদার বলেছেন,"এই জয়ের কৃতিত্ব বোলারদের দিতে হবে । ওরা ওড়িশার ব্যাটসম্যানদের কম রানে বেঁধে রেখেছিল । এই টুর্নামেন্টে রানরেট পার্থক্য গড়ে দিতে পারে । তাই ব্যাটসম্যানদের দ্রুত রান তোলার নির্দেশ দেওয়া হয়েছিল । তারা হতাশ করেনি ।"

ABOUT THE AUTHOR

...view details