লন্ডন, 1 জুলাই : ইংল্যান্ডের নেতৃত্বে এবার বেন স্টোকস ৷ ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে অধিনায়কত্ব করতে দেখা যাবে দলের এই তারকা অলরাউন্ডারকে ৷ তবে, পাকাপাকিভাবে নয় স্টপগ্যাপ অধিনায়ক হিসেবে 8 জুলাই থেকে শুরু হতে চলা সাউদম্পটন টেস্টে অধিনায়কের ভূমিকা পালন করবেন স্টোকস ৷ নিশ্চিত করেছে ECB ৷
খুব শীঘ্রই দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুটের স্ত্রী ৷ এই সময়ে স্ত্রীর পাশে থাকতে চান রুট ৷ তাই প্রথম টেস্ট খেলতে পারবেন না তিনি ৷ বর্তমানে টিমের সঙ্গে অনুশীলন করলেও বুধবার ক্যাম্প থেকে বাড়ি ফিরবেন তিনি ৷ এরপর সাতদিনের আইসোলেশনে থাকার পর তবেই টিমে ফিরতে পারবেন ৷ তাই প্রথম টেস্টে অধিনায়কের কাজটা পালন করবেন থ্রি লায়ন্সদের বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর ৷