পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jul 11, 2020, 12:52 PM IST

ETV Bharat / sports

জার্সিতে ভারতীয় ডাক্তারের নাম, কোরোনা যোদ্ধাকে কুর্নিশ বেন স্টোকসের

টেস্ট চলাকালীন কোরোনা যোদ্ধা ভারতীয় বংশোদ্ভূত ডাক্তার বিকাশ কুমারকে সম্মান জানালেন বেন স্টোকস ৷

জার্সিতে ভারতীয় ডাক্তারের নাম, কোরোনা যোদ্ধাকে কুর্নিশ বেন স্টোকসের
জার্সিতে ভারতীয় ডাক্তারের নাম, কোরোনা যোদ্ধাকে কুর্নিশ বেন স্টোকসের

লন্ডন, 11 জুলাই: ক্রিকেটার হওয়ার স্বপ্নটা ছোটো থেকেই লালন করে এসেছিলেন ৷ কিন্তু, স্কুল জীবনে বড় ক্রিকেটার হওয়ার স্বপ্নটা অবশ্য সময়ের সঙ্গে ফিকে হয়ে গেছিল ৷ ব্যাট হাতে মাঠে ঝড় তোলার পরিবর্তে গলায় স্টেথিস্কোপ ঝুলিয়ে রোগীদের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন ৷ স্বপ্ন সত্যি না হলেও ক্রিকেটার হওয়ার বাসনাটা যে মনের গোচরে রয়ে গেছিল তা 2017 সালে বুঝেছিলেন ড. বিকাশ কুমার ৷ যখন দিল্লির ফিরোজ শাহ কোটলায় ভারত-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচে তিনি ডক্টর অন ডিউটি নিযুক্ত হয়েছিলেন ৷ বিশ্বের সেরা ক্রিকেটারদের সামনে থেকে দেখে বুকটা চিনচিন করে উঠেছিল ৷

35 বছরের বিকাশ কুমারের কষ্টটা হয়তো কিছুটা লাঘব করতে পেরেছেন বেন স্টোকস ৷ যখন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাউদাম্পটন টেস্টে স্টোকসের জার্সির পিছনে নিজের নাম দেখলেন বিকাশ ৷ ভাবছেন খামোকা এক ভারতীয় ডাক্তারের নাম লেখা জার্সি পরে কেন মাঠে নামতে গেলেন বেন ?

117 দিন পর ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ় দিয়ে মাঠে ফিরেছে ক্রিকেট ৷ এই উপলক্ষে ইংল্যান্ডের ক্রিকেট টিম "Raise The Bat" নামে একটি ক্যাম্পেইন শুরু করেছে ৷ যেখানে ইংল্যান্ডের NHS (ন্যাশনাল হেলথ সার্ভিস)-এর ডাক্তারদের সম্মান জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ ভারতীয় বংশোদ্ভূত বিকাশ কুমার হলেন NHS-এর ক্রিটিকাল কেয়ার সার্ভিস ইউনিটের ডাক্তার ৷ যে কারণে বিকাশ কুমারের নাম লেখা জার্সি পরে মাঠে নেমেছিলেন ইংল্যান্ডের স্ট্যান্ড ইন ক্যাপ্টেন ৷ এমনকী ভারতীয় ডাক্তারের উদ্দেশে ভিডিয়ো বার্তাও দেন বেন ৷

স্টোকসের এই পদক্ষেপে আপ্লুত দিল্লির মৌলানা আজাদ মেডিকেল কলেজ থেকে অ্যানাস্থেসিয়া বিভাগে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করা বিকাশ কুমার ৷ তাঁর কথায়, "স্টোকস ও অন্যান্য ক্রিকেটারদের বার্তায় আমি আপ্লুত ৷ এই সময়টা আমাদের কাছে ভীষণ কঠিন ৷ NHS-এর স্টাফরা অনেক ত্যাগ স্বীকার করেছেন ৷ এই সম্মান শুধু আমার নয়, গোটা স্বাস্থ্য বিভাগের জন্য ৷ তার মধ্যে রয়েছে ভারতে থাকা আমার ডাক্তার বন্ধুরাও ৷"

2019 সালে ছেলে ও স্ত্রীকে নিয়ে লন্ডন পাড়ি দেন বিকাশ কুমার ৷ কাজের ফাঁকে সময় পেলে এখনও ব্যাট-বল নিয়ে নেমে পড়েন বিকাশ ৷ সঙ্গী হয় তাঁর 2 বছরের ছেলে ৷

ABOUT THE AUTHOR

...view details