পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বাতিল নয়, আপাতত হচ্ছে না 13তম IPL - Lockdown

প্রাথমিকভাবে 15 এপ্রিল পর্যন্ত IPL স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড । কিন্তু দেশে কোরোনা পরিস্থিতি দেখে অনির্দিষ্টকালের জন্য এবারের লিগ স্থগিত রাখার সিদ্ধান্ত নিল BCCI । এইমুহূর্তে যে IPL শুরু করা সম্ভব নয় তা আটটি ফ্র্যাঞ্চাইজিকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে ।

IPL
IPL

By

Published : Apr 16, 2020, 7:03 PM IST

মুম্বই, 16 এপ্রিল : কী হবে 13তম IPL-এর ভবিষ্যৎ ? এই কোরোনা পরিস্থিতির মধ্যেও দেশের ক্রিকেটপ্রেমীদের মনে এই প্রশ্ন উঁকি দিয়েছে বারবার । এরই মধ্যে লকডাউন বেড়েছে । দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যাও দিন দিন বাড়ছে । তাই এই মুহূর্তে 2020 ক্রোড়পতি লিগ যে হচ্ছে না তা আন্দাজ করা গিয়েছিল । আজ আনুষ্ঠানিকভাবে 13তম IPL অনির্দিষ্টকালের স্থগিত রাখার কথা জানিয়ে দিল BCCI-এর IPL গভর্নিং কাউন্সিল ।

প্রাথমিকভাবে 15 এপ্রিল পর্যন্ত IPL স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড । কিন্তু দেশে কোরোনা পরিস্থিতি দেখে অনির্দিষ্টকালের জন্য এবারের ক্রোড়পতি লিগ স্থগিত রাখার সিদ্ধান্ত নিল BCCI । এই মুহূর্তে যে IPL শুরু করা সম্ভব নয় তা আটটি ফ্র্যাঞ্চাইজিকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে । পরিস্থিতি স্বাভাবিক হলে পরে টুর্নামেন্ট আয়োজন করার কথা ভাববে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড ।

স্থগিত কিন্তু বাতিল নয় । BCCI একবারের জন্যও IPL বাতিল করার কথা বলেনি । পরিস্থিতির উন্নতি হলে সেক্ষেত্রে সেপ্টেম্বর-নভেম্বর নাগাদ টুর্নামেন্ট আয়োজন করার সম্ভাবনার কথা উঠে আসছে । ক্রিকেট অস্ট্রেলিয়া এবং আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ যদি টি-20 বিশ্বকাপের সূচি বদলাতে রাজি হয় তবেই এটা সম্ভব হবে । পাশাপাশি টুর্নামেন্ট ছেঁটে ছয় সপ্তাহের IPL আয়োজন করার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে । তবে IPL বাতিল হওয়ার সম্ভাবনা যে একেবারেই উড়িয়ে দেওয়া হচ্ছে তাও নয় । তেমনটা হলে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়বে BCCI ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details