পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিসিসিআই’র নতুন অফিস - সহ সভাপতি

বিসিসিআই’র নতুন অফিস খোলার পরিকল্পনা বোর্ড সদস্যদের ৷ আর সেই কারণে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম পরিদর্শন করলেন সচিব জয় শাহ এবং সহ সভাপতি রাজীব শুক্লা ৷ সোমবার বোর্ডের এই দুই শীর্ষকর্তা সেখানে গিয়ে ডিডিসিএ সভাপতি রোহন জেটলির সঙ্গে কথা বলেন ৷

bcci-to-open-their-new-office-in-arun-jaitley-stadium
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিসিসিআই’র নতুন অফিস

By

Published : Mar 31, 2021, 7:09 PM IST

নয়াদিল্লি, 31 মার্চ : দিল্লি ডিস্ট্রিক ক্রিকেট অ্যাসোসিয়েশন বা ডিডিসিএ-তে নতুন অফিস খোলার পরিকল্পনা নিয়েছে বিসিসিআই ৷ দিল্লির আদি ফিরোজ় শাহ কোটলা তথা নয়া অরুণ জেটলি স্টেডিয়ামের বিল্ডিংয়ে এই অফিস খোলার পরিকল্পনা রয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ৷ সূত্রের খবর, এ নিয়ে ইতিমধ্যে ডিডিসিএ-কে আগ্রহ প্রকাশ করে চিঠি লিখেছেন বিসিসিআই সচিব জয় শাহ ৷

আরও পড়ুন :জীবনের সেরা সিজ়ন, টুইটারে দলকে শুভেচ্ছা শাস্ত্রীর

গত সোমবার বিসিসিআই’র নতুন অফিসের জন্য জায়গা দেখতে ডিডিসিএ পরিদর্শনে যান সচিব জয় শাহ এবং সহ সভাপতি রাজীব শুক্লা ৷ এমনকি তাঁরা ডিডিসিএ-র সভাপতি রোহন জেটলির সঙ্গেও কথা বলেন ৷ যেখানে তাঁরা স্টেডিয়ামের সুযোগ-সুবিধা সম্পর্কে জনতে রোহন জেটলির সঙ্গে কথা বলেন ৷ একই সঙ্গে জয় শাহ আসন্ন আইপিএলের প্রস্তুতি নিয়েও কথা বলেন, ডিডিসিএ সভাপতির সঙ্গে ৷ বিসিসিআই-র হেড অফিস মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের ওয়ানখেড়ে স্টেডিয়ামে অবস্থিত ৷ সেখানেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সব কাজকর্ম করা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details