পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বিদেশের লিগে ভারতীয় ক্রিকেটারদের খেলার অনুমতি দিক BCCI : হরভজন - হরভজন সিং

হরভজনের আগে সুরেশ রায়না ও ইরফান পাঠান একইভাবে BCCI -এর কাছে আবেদন জানিয়েছিলেন । হরভজন চান, যেসব ক্রিকেটার 35 বছরের বেশি বয়স্ক এবং 50-100'র বেশি টেস্ট খেলেছেন । তাঁঁদের যেন বিদেশের লিগে খেলার অনুমতি দেওয়া হয় ।

Harbhajan to BCCI
বিসিসিআইয়ের প্রতি হরভজন সিং

By

Published : Jun 15, 2020, 4:36 AM IST

দিল্লি, 14 জুন : বিদেশের বিভিন্ন লিগে ভারতীয় ক্রিকেটারদের অংশগ্রহণ করতে দিক BCCI । মনে করেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং । হরভজন বোর্ডের কাছে আবেদন করেন, এমন কোনও পদ্ধতি খেলোয়াড়দের জন্য আনা হোক । যার মাধ্যমে ক্রিকেটাররা অনুমতির জন্য আবেদন জানাতে পারেন ।

প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়ার ইউটিউব চ্যানেলের মাধ্যমে হরভজন বলেন, “আমার মনে হয় বিদেশের লিগে খেলার জন্য BCCI খেলোয়াড়দের অনুমতি দিক । যেসব চুক্তিহীন খেলোয়াড় রয়েছেন, বিশেষত তাঁঁদের অনুমতি দেওয়া হোক । কারণ সেসব ক্রিকেটারদের ভারতীয় দলের জন্য বাছাই করা হবে না । 35 বছরের বেশি বয়সের ক্রিকেটার, যারা 50-এর বেশি টেস্ট খেলেছেন তাঁঁদের বিদেশের লিগে খেলার অনুমতি দেওয়া হোক ।” হরভজনের আগে অলরাউন্ডার সুরেশ রায়না এবং ভারতীয় দলের প্রাক্তন পেসার ইরফান পাঠান BCCI-এর কাছে একই আবেদন করেছিলেন ।

হরভজন বলেন, “কাউকে দল থেকে বসিয়ে দেওয়ার আগে তাঁঁর সঙ্গে কথা বলে নেওয়া উচিত । তাহলে বিষয় অন্যরকম হয় । আমার সময় পরিস্থিতি আরও ভালো হতে পারত । 100টা টেস্ট খেলা মুখের কথা নয় । আমার সৌভাগ্য যে, আমি 100টা টেস্ট খেলেছি । আমি মানছি যে, আমার পারফরম্যান্স আরও ভালো হতে পারত । কিংবা যতটা আশা করা হচ্ছিল আমি ততটা দিতে পারিনি । কিন্তু এই পরিস্থিতি আরও ভালোভাবে সামাল দেওয়া যেতে পারত । আমার সঙ্গে এই বিষয়ে কেউ কথা বলেনি । আমি ওয়েস্ট ইন্ডিজ় থেকে ফিরলাম এবং আমাকে বসিয়ে দেওয়া হল । আর কখনও আমাকে টেস্ট ক্রিকেটে নেওয়া হল না ।”

হরভজন আরও বলেন, “আমি শেষ ওয়ান ডে সিরিজ়ে 6 উইকেট নিয়েছিলাম । তা সত্ত্বেও আমরা সিরিজ় হেরে যাই । এরপরে আমি কখনও ভারতের হয়ে খেলিনি । আমার সঙ্গে যা হয়েছে তা ঠিক হয়নি । আমি ভবিষ্যতে এ বিষয়ে আরও অনেক কিছু বলব । বীরেন্দ্র শেহওয়াগ, গৌতম গম্ভীর, ভি ভি এস লক্ষ্মণের মতো ক্রিকেটাররা আরও ভালো অবসর পেতে পারত । আমরা যদি নিজেদের খেলোয়াড়দের সম্মান না জানাই তাহলে বাইরের কেউ তা জানাবে না । আমার সঙ্গে যা হয়েছে আশা করব অন্য কারওর সঙ্গে তা যেন না হয় ।”

39 বছর বয়সি হরভজন 103টি টেস্ট ম্যাচ ও 236টি একদিনের ম্যাচ খেলেছেন । পাশাপাশি 28টি টি-20 ম্যাচে তাঁঁকে দেশের জার্সিতে দেখা গেছে । একদিনের ম্যাচে 294টি উইকেট নিয়েছেন তিনি । 2015 সালে তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষবারের মতো টেস্ট ক্রিকেট খেলেছেন । সে বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন তিনি । 2016 সালে এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে শেষ টি-20 ম্যাচ খেলেছেন হরভজন ।

ABOUT THE AUTHOR

...view details