পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ক্রাইস্টচার্চে বিরাটদের অপেক্ষায় থাকা পিচ খুঁজতে টুইট BCCI-র - Christchurch

হ্যাগলে ওভালের ছবি পোস্ট করে BCCI-এর টুইট, 'Spot the pitch' ৷ সেই ছবি দেখে রীতিমতো আতঙ্কে ভারতীয় সমর্থকরা ৷ কারণ আউটফিল্ড আর পিচের মধ্যে পার্থক্য বোঝা যাচ্ছে না মোটেও ৷

Hagle oval
হ্যাগলে ওভাল

By

Published : Feb 27, 2020, 3:31 PM IST

ক্রাইস্টচার্চ, 27 ফেব্রুয়ারি: কোথায় পিচ? খুঁজে পেলে একটু বলুন তো ৷ বৃহস্পতিবার সকালে এভাবেই ক্রিকেটপ্রেমীদের রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিল BCCI ৷ চ্যালেঞ্জ ছিল ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালের মাঠে পিচ চিহ্নিত করার ৷ এখানেই রয়েছে ভারত বনাম নিউজ়িল্যান্ড দ্বিতীয় টেস্ট ৷ কোণঠাসা বিরাট কোহলির দল এই ম্যাচে ঘুরে দাঁড়াবে বলে আশায় বুক বেঁধেছে ৷ তবে ক্রাইস্টচার্চের বাইশ গজের ছবি দেখে ভারতীয় সমর্থকদের মন কু গাইতে শুরু করেছে ৷

হ্যাগলে ওভালের ছবি পোস্ট করে BCCI-এর টুইট, 'Spot the pitch' ৷ সেই ছবি দেখে রীতিমতো আতঙ্কে ভারতীয় সমর্থকরা ৷ কারণ আউটফিল্ড আর পিচের মধ্যে পার্থক্য বোঝা যাচ্ছে না মোটেও ৷ চারিদিকে সবুজ আর সবুজ ৷ ওয়েলিংটনে এমন গ্রিন টপে ভারতীয় ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করে ছেড়েছিল কিউয়িরা ৷ সহ অধিনায়ক অজিঙ্কা রাহানে তো বলেই দিলেন, হ্যাগলে ওভালেও ওয়েলিংটনের মতো পরিস্থিতি গিয়ে দাঁড়াবে ৷ ক্রাইস্টচার্চের সবুজ উইকেটে পেস আর বাউন্সে কোহলি ব্রিগেডকে বিপদে ফেলতে তৈরি নিউজ়িল্যান্ড ৷

ওয়েলিংটনে দুটি ইনিংসেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল ভারতের ব্যাটিং বিভাগ ৷ হ্যাগলে ওভালে বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারীরা কিউয়ি বোলারদের মোকাবিলা করবে তা ভেবে কূল পাচ্ছে না সমর্থকরা ৷ কেউ বলছে, "এই টেস্ট মাত্র তিনদিনেই টেস্ট গুটিয়ে যাবে ৷" অন্য একজনের মন্তব্য, "বেসিন রিজ়ার্ভের পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি ৷ আরও একটা লজ্জাজনক হার অপেক্ষা করছে ৷" কেউ আবার বলছে, "এই উইকেটে ভারতীয় ব্যাটসম্যানদের নাচিয়ে ছাড়বে নিউজ়িল্যান্ড ৷"

ABOUT THE AUTHOR

...view details