শারজা, 15 সেপ্টেম্বর : দুবাই পৌঁছে ছয় দিনের কোয়ারানটিন পর্ব সেরেই কাজে নেমে পড়লেন BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় । দলবল নিয়ে শারজা স্টেডিয়াম পরিদর্শন করেন তিনি । IPL - এর শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন ।
মরুদেশে IPL- এর ঢাকে কাঠি পড়ে গেছে । 13তম IPL শুরু হতে হতে মাত্র চারদিন । কোরোনা আতঙ্কের মাঝেই 19 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে ক্রোড়পতি লিগ । তার আগে প্রস্তুতি খতিয়ে দেখতে মাঠে নেমে পড়লেন সৌরভ । ভারতীয় ক্রিকেট বোর্ডের কুর্সিতে বসার পর এটাই প্রেসিডেন্ট হিসেবে সৌরভের প্রথম IPL । তাই কোনও ত্রুটি রাখতে চান না তিনি । শারজা স্টেডিয়াম পরিদর্শনের সময় সৌরভের সঙ্গে ছিলেন IPL - এর চেয়ারম্যান বৃজেশ পটেল ও COO হেমাঙ্গ আমিন ।