কলকাতা, 8 জুলাই: কোরোনার কারণে চলতি বছরে হচ্ছে না এশিয়া কাপ ৷ নিশ্চিত করলেন BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ বৃহস্পতিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক বসার কথা ৷ তার আগেই সৌরভ জানিয়ে দিলেন, বাতিল হয়ে গেছে এশিয়া কাপ ৷
এশিয়া কাপ বাতিল হয়ে গেছে, নিশ্চিত করলেন সৌরভ - Sourav Ganguly
চলতি বছরে হচ্ছে না এশিয়া কাপ ৷ জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷
![এশিয়া কাপ বাতিল হয়ে গেছে, নিশ্চিত করলেন সৌরভ এশিয়া কাপ বাতিল হয়ে গেছে, নিশ্চিত করলেন সৌরভ](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7947518-thumbnail-3x2-asia.jpg)
চলতি বছরে পাকিস্তানের এশিয়া কাপ আয়োজন করার কথা ছিল ৷ কিন্তু ভারতের মতো কোরোনার সঙ্গে লড়াই করছে পাকিস্তানও ৷ শেষ ACC বৈঠকে এশিয়া কাপ আয়োজনে অপারগতার কথা জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ৷ এই পরিস্থিতিতে পাকিস্তানের পরিবর্তে শ্রীলঙ্কার এশিয়া কাপ আয়োজনের গুঞ্জন উঠেছিল ৷ শোনা যাচ্ছিল, শ্রীলঙ্কাকে 2020 এশিয়া কাপ আয়োজনের অনুমতি দিয়েছে PCB ৷ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান শাম্মি সিলভা এই দাবি করলেও পাক ক্রিকেট বোর্ডের তরফে কিছু জানানো হয়নি ৷ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দ্বিতীয় বৈঠকের আগেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট জানিয়ে দিলেন, কোরোনার কারণে এবছর অনুষ্ঠিত হচ্ছে না এশিয়া কাপ ৷
পাকিস্তান এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার পরপরই আপত্তি জানিয়েছিল BCCI ৷ ভারতীয় দল পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না বলে জানিয়েছিল বোর্ড ৷ পাকিস্তানের পরিবর্তে কোনও নিরপেক্ষ ভেনুতে টুর্নামেন্টে আয়োজনের দাবি জানিয়ে আসছিল BCCI ৷ যদিও এতে রাজি ছিল না PCB ৷ সংযুক্ত আরব আমিরশাহী নাকি পাকিস্তানে টুর্নামেন্ট আয়োজিত হবে তা নিয়ে জল্পনা চলছিল ৷ নিজের 48 তম জন্মদিনের দিন সব জল্পনায় জল ঢাললেন খোদ BCCI সভাপতি ৷