কলকাতা, 5 মার্চ : চাপের মুখে অনবদ্য ব্যাটিং ৷ আমেদাবাদে ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ঋষভ পন্থের 101 রান ভারতের চাপ অনেকটাই কাটিয়ে দিতে পেরেছে ৷ তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যানের এই দায়িত্বজ্ঞান মুগ্ধ করেছে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে ৷
শুক্রবার বিকেলে বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বের অফিস থেকে ফিরছিলেন সৌরভ ৷ ফেরার সময় হাঁটতে হাঁটতে পন্থের প্রশংসাই করে গেলেন । দিল্লির উইকেটকিপার ব্যাটসম্যানের ক্রিকেটীয় দক্ষতার চিরকাল প্রশংসা করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট । তার কথা যে অমূলক নয় তা প্রমাণিত হচ্ছে বারবার । এদিনও দলের ব্যাটিং ধসে শুধু বাধা দিলেন না, পরিস্থিতি অনুযায়ী ব্যাট করে দলকে লড়াইয়ে ফিরিয়ে নিয়ে এলেন ।
আরও পড়ুন : ছয় মেরে সেঞ্চুরি, ঋষভের ব্যাটে স্বস্তিতে ভারত
ঋষভের এই ইনিংসের প্রশংসায় সৌরভ বলেছেন, "অসাধারণ ব্যাট করেছে । এতে কোনও সন্দেহ নেই ৷ ও একাই ম্যাচ ঘুরিয়ে দিল ৷" ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে চার টেস্টের সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে ভারত । এই টেস্ট ড্র করলেই লর্ডসের টিকিট পাকা । তবে যেভাবে আবার রাশ কোহলি ব্রিগেড তুলে নিয়েছে তাতে সাফল্য সময়ের অপেক্ষা । আত্মবিশ্বাস নিয়ে সৌরভ বলছেন, "ভারত এই টেস্ট জিতে যাবে ।" পরে ঋষভের প্রশংসা করে টুইটও করলেন ৷ লিখলেন, কী ভালোটাই না খেলল ৷ অবিশ্বাস্য ! চাপের মধ্যে কী সুন্দর ইনিংস খেলল ৷ তবে এমন ইনিংস ওর প্রথম নয় ৷ শেষ তো নয়ই ৷ আগামী দিনে সব ফরম্যাটের সেরা ক্রিকেটার হতে চলেছে ঋষভ ৷ এভাবেই আগ্রাসী ব্যাটিং করে যাও ৷ এই কারণেই ঋষভ সবসময় 'স্পেশাল' এবং 'ম্যাচ উইনার' ৷
সারাদিন অফিস করার ফাঁকে নিয়মিত টেস্ট ম্যাচে চোখ রেখেছিলেন বোর্ড প্রেসিডেন্ট । ঋষভের প্রশংসার পাশাপাশি নিজের শারীরিক পরিস্থিতি সম্পর্কে জানালেন ৷ জানিয়ে দিলেন এখন তিনি সম্পূর্ণ সুস্থ ৷ তবে চিকিৎসকের অনুমতি পেলে তবেই মাঠে উপস্থিত হবেন । তাই মোতেরাতে যাওয়ার ইচ্ছে থাকলেও সম্ভব হয়নি । তাই টেলি কনফারেন্সে বোর্ডের যাবতীয় কাজ সারছেন ।