পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

নিয়মের জাঁতাকলে 'বাদ' সচিন, সৌরভ ; কোচের দৌড়ে এগিয়ে শাস্ত্রীই ! - sourav ganguly

ব্যর্থতা সত্ত্বেও রবি শাস্ত্রীর প্রতি বিশ্বাস এখনও অটুট BCCI-এর । জানালেন এক BCCI কর্তা ।

শাস্ত্রী

By

Published : Jul 18, 2019, 7:08 AM IST

মুম্বই, 18 জুলাই : বিশ্বজয়ের স্বপ্ন চুরমার হয়েছে সেমিফাইনালেই । ব্যর্থতা সত্ত্বেও রবি শাস্ত্রীর প্রতি বিশ্বাস এখনও অটুট BCCI-এর । জানালেন এক BCCI কর্তা । নাম প্রকাশে অনিচ্ছুক সেই কর্তা বলেন, "রবি এই দলের জন্য যা করেছে সব ঠিক । ওরা টেস্টে 1 নম্বর । ওয়া‌নডে-তেও 2 নম্বর । ইংল্যান্ডের আগে ওরাই প্রথমস্থানে ছিল । একটা খারাপ ম্যাচেই কেউ খারাপ কোচ হয়ে যায় না । যদি আবার আবেদন করে, ওই প্রাধান্য পাবে ।"

BCCI-এর থেকে 8 কোটি টাকারও বেশি রোজগার করা রবি শাস্ত্রীর আশা তাঁকে ফের সুযোগ দেওয়া হবে । তাই কোচ পদে আবেদন করবেন তিনি । এদিকে বোলিং কোচ ভরত অরুণও আবেদন করবেন । এবারে ভারতীয় দলের প্রধান কোচ বেছে নেওয়ার দায়িত্ব ক্রিকেট অ্যাডভাইজ়রি কমিটির । বর্তমানে কমিটির শীর্ষে রয়েছেন কপিল দেব । অংশুমান গায়কোয়াড এবং শান্তা রঙ্গস্বামীও কমিটিতে রয়েছেন ।

মঙ্গলবার সাতটি পদের জন্য বিজ্ঞাপন দিয়েছে BCCI । প্রধান কোচ ছাড়া বাকি পদগুলি হল ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ, ফিজ়িওথেরাপিস্ট, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ ও প্রশাসনিক ম্যানেজার । আবেদনের শেষ তারিখ 30 জুলাই ।

এদিকে কোচ হওয়া তো দূরের কথা, কোচ পদের জন্য আবেদনই করতে পারবেন না সচিন, সৌরভ, লক্ষ্মণ, সেহওয়াগদের মতো প্রাক্তন তারকারা । অনিল কুম্বলে যদি ফিরতে চান, নিয়মের জাঁতাকলে আটকে যাবেন তিনি । কারণ এবার ভারতের কোচ হতে গেলে প্রথম শর্ত কোনও টেস্ট খেলিয়ে ICC-র পূর্ণ সদস্য দলকে অন্তত দু'বছরের জন্য কোচিং করাতে হবে । অথবা IPL বা ঘরোয়া কোনও দলের হেড কোচের দায়িত্ব পালন করতে হবে তিন বছর । গতবার শাস্ত্রীর প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে তুলে ধরলেও এবার আর তাঁকে চ্যালেঞ্জ জানাতে পারবেন না বীরেন্দ্র সেহওয়াগ ।

এরই মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে বিরাট কোহলিকে কেবল টেস্টের জন্য অধিনায়ক রেখে দিয়ে রোহিত শর্মাকে সীমিত ওভারের অধিনায়ক করা হতে পারে ।

ABOUT THE AUTHOR

...view details