মুম্বই, 10 জানুয়ারি : ভারতীয় দলের কোচ ও অধিনায়কের সুরেই সুর মেলাল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ ICC-র প্রস্তাবিত চারদিনের টেস্টে মত নেই BCCI -এর ৷
মিডিয়াকে BCCI-এর তরফ থেকে জানানো হয়, বোর্ডের পুরস্কার বিরতণী অনুষ্ঠানে আগামী 12 জানুয়ারি অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড ও ইংল্যান্ড এবং ওয়েলশ ক্রিকেট বোর্ডর সঙ্গে এই বিষয়ে কথা বলবে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷
বোর্ডের পক্ষ থেকে বলা হয়, ‘‘এই বিষয়ে আলোচনার প্রয়োজন ৷ আমরা CA, ECB ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলব ৷ কিন্তু এখনও পর্যন্ত আমরা অধিনায়ক কোহলি ও কোচ রবি শাস্ত্রীর সঙ্গে আছি ৷ এছাড়া ইংল্যান্ড দলের অধিনায়ক জো রুট, দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক ফাফ ডুপ্লেসির মতামত চাওয়া হবে ৷’’
কোহলি ইতিমধ্যেই এই বিষয়ে তাঁর মতামত জানিয়ে দিয়েছেন ৷ বলেছেন, ‘‘আমার মতে টেস্ট ক্রিকেটকে পরিবর্তন করা উচিত নয় ৷’’ কোচ শাস্ত্রী আরও একধাপ এগিয়ে বলেন, ‘‘এই প্রস্তাবটা নির্বুদ্ধিতার পরিচয় ৷’’