পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

পাকিস্তানে এশিয়া কাপ খেলবে না ভারত, সিদ্ধান্তে অনড় BCCI - পাকিস্তানে খেলতে যাবে না ভারত

আসন্ন টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের এশিয়া কাপ হতে চলেছে টি-20 ফরম্যাটে ৷ তবে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলা নিয়ে আগের অবস্থানে অনড় BCCI ৷

image
এশিয়া কাপ

By

Published : Jan 17, 2020, 2:42 PM IST

Updated : Jan 17, 2020, 7:15 PM IST

দিল্লি, 17 জানুয়ারি : পাকিস্তানে মাটিতে এশিয়া কাপ খেলতে যাবে না ভারত ৷ নিজেদের আগের অবস্থানে থেকে সরতে রাজি নয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ ফলে ভারতের রাজি না হওয়ায় এশিয়া কাপ সম্ভবত হতে চলেছে আবর-আমিরশাহীতে ৷

আসন্ন টি-20 ক্রিকেট বিশ্বকাপের কথা মাথায় রেখে এশিয়া কাপ হতে পারে টি-20 ফর্ম্যাটে ৷ ফলে অংশগ্রহনকারী সমস্ত দলই বিশ্বকাপের আগে প্রস্তুতি নিতে পারবে ৷ 2019 বিশ্বকাপের পর ফের ক্রিকেট ফেরে পাকিস্তানে ৷ শ্রীলঙ্কা পাকিস্তানে গিয়েছিল ওয়ানডে সিরিজ খেলতে ৷

2007 সালের পর ভারত-পাকিস্তান নিজেদের মধ্যে কোনও দ্বিপাক্ষিক সিরিজ়ে খেলেনি ৷ 2007 সালে পাকিস্তান ভারতে এসেছিল তিনটি টেস্ট ও পাঁচটি একদিনের ম্যাচ খেলতে ৷ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চিফ এক্সিকিউটিভ মনু সোহনি আগামী 23 জানুয়ারি পাকিস্তানে আসছেন এই বিষয়ে কথা বলতে ৷ সূত্রের খবর নিরাপত্তা নিয়ে পাকিস্তানের সরকারের সঙ্গে কথা বলবেন তিনি ৷

Last Updated : Jan 17, 2020, 7:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details